Wednesday, August 28, 2019

285+ Physical science MCQ in bengali pdf -ভৌতবিজ্ঞান বা পদার্থবিজ্ঞান MCQ বাংলায় PDF for railway , WBCS ,PSC , SSC Exam . .



285+ Physical science MCQ in bengali pdf


বন্ধুরা সবাই ভালো আছ তো
সবাই তোমরা RAILWAY বা অন্যান্য COMPETITIVE EXAM এর জন্য প্রস্তুতি সুরু করে দিয়াছ , কিন্তু ভালো NOTES পাচ্ছ না , তাই আমরা আজ তোমাদের  জন্য নিয়ে এসেছি ভৌতবিজ্ঞান SPECIAL MCQ PDF যা তোমাদের পড়তে সাহায্য করবে . তাই দেরী না করে PDF টি DOWNLOAD করো .

PDF এর কিছু নমুনা প্রশ্ন উত্তর সমূহ নিচে দেয়া হলো  : 



১. শিকারিরা বন্দুক থেকে গুলি ছোড়ার পর পিছনের দিকে ধাক্কা অনুভব করে কেন?



  • ক) গুলি ও বন্দুকের ক্রিয়া বল একই সময়ে ক্রিয়াশীল হওয়ায়
  • খ) শিকারি ও বন্দুকের ক্রিয়া বল একই সময়ে ক্রিয়াশীল হওয়ায়
  • গ) শিকারি ও বন্দুকের প্রতিক্রিয়া বল ভিন্ন সময়ে ক্রিয়াশীল হওয়ায়
  • ঘ) গুলি ও বন্দুকের ক্রিয়া ও প্রতিক্রিয়া বল একই সময়ে ক্রিয়াশীল হওয়ায়

  • সঠিক উত্তর: (ঘ)
    ২. প্রকৃতিতে বল কাজ করে –



  • ক) এককভাবে
  • খ) জোড়ায়-জোড়ায়
  • গ) জোড়-বিজোড়
  • ঘ) ক ও খ

  • সঠিক উত্তর: (খ)
    ৩. দুর্বল নিউক্লিয় বলের কারণে সংঘটিত হয় –
    i. তেজস্ক্রিয় ভাঙ্গন
    ii. নিউক্লিয়াসের বিটা ক্ষয়
    iii. মৌলিক কণিকার ক্ষয়
    নিচের কোনটি সঠিক?



  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii

  • সঠিক উত্তর: (ঘ)
    ৪. যে স্বল্প পাল্লার বল নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ মৌলিক কণাসমূহের মধ্যে কাজ করে তাকে বলা হয় –



  • ক) দুর্বল নিউক্লিয় বল
  • খ) সবল নিউক্লিয় বল
  • গ) তাড়িত চৌম্বক বল
  • ঘ) মহাকর্ষ বল

  • সঠিক উত্তর: (ক)
    ৫. দুটি নিউক্লিয়নের মধ্যে যে বল কাজ করে তাকে বলে –



  • ক) দুর্বল নিউক্লিয় বল
  • খ) সবল নিউক্লিয় বল
  • গ) মহাকর্ষ বল
  • ঘ) অভিকর্ষ বল

  • সঠিক উত্তর: (খ)
    ৬. কিসের কারণে আমরা রাস্তা দিয়ে হাঁটতে পারি?



  • ক) ওজন
  • খ) ঘর্ষণ
  • গ) ভর
  • ঘ) অস্পর্শ বল

  • সঠিক উত্তর: (খ)
    ৭. দুটি আহিত স্থির বস্তুর মধ্যে কোন বলটি ক্রিয়া করে না?



  • ক) মহাকর্ষ বল
  • খ) চৌম্বক বল
  • গ) অস্পর্শ বল
  • ঘ) তড়িৎ বল

  • সঠিক উত্তর: (খ)
    ৮. সংঘর্ষের সময় কোন বল কাজ করে?



  • ক) তড়িৎ বল
  • খ) যান্ত্রিক বল
  • গ) চৌম্বক বল
  • ঘ) ক্রিয়া-প্রতিক্রিয়া বল

  • সঠিক উত্তর: (ঘ)
    ৯. ঘর্ষণের ফলে কোনটি ঘটে?



  • ক) যান্ত্রিক শক্তি বিদ্যুৎ শক্তিতে পরিণত হয়
  • খ) ইঞ্জিনের যন্ত্রাংশ অত্যধিক উত্তপ্ত
  • গ) ইঞ্জিনের দীর্ঘস্থায়িত্ব বৃদ্ধি পায়
  • ঘ) শক্তির সংরক্ষণ সূত্র রঙ্ঘিত হয়

  • সঠিক উত্তর: (খ)
    ১০. সাম্য বলের বাস্তব উদাহরণ কোন প্রতিযোগিতায় দেখতে পাওয়া যায়?



  • ক) ফুটবল
  • খ) ক্রিকেট
  • গ) রশি টানাটানি
  • ঘ) বেসবল

  • সঠিক উত্তর: (গ)
    ১১. 20 kg ভরের একটি বস্তুর উপর 200 N বল 0.1 s সময় ধরে ক্রিয়া করে। বস্তুর ভরবেগের পরিবর্তন কত হবে?



  • ক) 5 kg ms-1
  • খ) 10 kg ms-1
  • গ) 15 kg ms-1
  • ঘ) 20 kg ms-1

  • সঠিক উত্তর: (ঘ)
    ১২. রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে কোন সূত্র কাজ করে?



  • ক) নিউটনের গতির প্রথম সূত্র
  • খ) মহাকর্ষ সূত্র
  • গ) শক্তির নিত্যতা সূত্র
  • ঘ) ভরবেগের সংরক্ষণ সূত্র

  • সঠিক উত্তর: (ঘ)
    ১৩. একটি বস্তু যখন অপর একটি তলের উপর দিয়ে গড়িয়ে চলে তখন গতির বিরুদ্ধে যে ঘর্ষণ ক্রিয়া করে তাকে কী বলে?



  • ক) স্থিতি ঘর্ষণ
  • খ) পিছলানো ঘর্ষণ
  • গ) আবর্ত ঘর্ষণ
  • ঘ) প্রবাহী ঘর্ষণ

  • সঠিক উত্তর: (গ)
    ১৪. ক্রিয়া ও প্রতিক্রিয়া পরস্পর –



  • ক) সমান
  • খ) বিপরীত
  • গ) অসমান
  • ঘ) সমান ও বিপরীত

  • সঠিক উত্তর: (ঘ)
    ১৫. কোন বস্তুর ভর 4 kg এবং বস্তুটি 4 ms-1 বেগে চলতে থাকলে বস্তুটির ভরবেগ কত হবে? 



  • ক) 15 kg ms-1
  • খ) 16 kg ms-1
  • গ) 17 kg ms-1
  • ঘ) 18 kg ms-1

  • সঠিক উত্তর: (খ)
    ১৬. পদার্থের জড়তার পরিমাপকে কী বলে?



  • ক) বল
  • খ) স্থিতি
  • গ) ওজন
  • ঘ) ভর

  • সঠিক উত্তর: (ঘ)
    ১৭. পিছলানো ঘর্ষণের অপর নাম কী?



  • ক) স্থিতি ঘর্ষণ
  • খ) আবর্ত ঘর্ষণ
  • গ) প্রবাহী ঘর্ষণ
  • ঘ) বিসর্প ঘর্ষণ

  • সঠিক উত্তর: (ঘ)
    ১৮. নিচের কোনটি লুব্রিকেন্ট পদার্থ?



  • ক) পেট্রোল
  • খ) ডিজেল
  • গ) মবিল
  • ঘ) গ্যাস

  • সঠিক উত্তর: (গ)
    ১৯. প্রতিক্রিয়া বলটি কতক্ষণ থাকবে?



  • ক) 2s পর্যন্ত
  • খ) 3s পর্যন্ত
  • গ) যতক্ষণ পর্যন্ত ক্রিয়াবলটি থাকবে
  • ঘ) 1s পর্যন্ত

  • সঠিক উত্তর: (গ)
    ২০. নিউটনের তৃতীয় সূত্রানুসারে কোনটি সঠিক?



  • ক) F2=F1
  • খ) F2=-F1
  • গ) F1>F2
  • ঘ) F2>F1

  • সঠিক উত্তর: (খ)
    পিডিএফ ডাউনলোড করবার জন্য নিচে যান  



    আরো পড়ুন :



    পিডিএফ ফাইল এ  সম্পুর্ণ প্রশ্ন পাবেন -উত্তর করে দেওয়া আছে

    পিডিএফ ফাইল টি কেমন লাগলো কমেন্ট বাক্স এ জানাবেন  . আপনাদের মতামত পেলে আমরা উতসাহিত হব 

    নিচে পিডিএফ ফাইল টি ডাউনলোড করুন




    PDF FILE DETAILS
    FILE NAME ভৌতবিজ্ঞান SPECIAL MCQ(www.gksolved.com )

    FILE SIZE :953 KB
    DOWNLOAD: CLICK HERE 

    আমাদের পাসে থাকার জন্য ধন্যবাদ .
    এই রকম আরো STUDY MATERIAL পেতে প্রতিদিন আমাদের ওয়েবসাইট এ ভিসিট করুন

    No comments:

    Post a Comment

    Recommended for you