Monday, August 26, 2019

Bengali GK PDF - "বিভিন্ন বিদ্যার জনক" - সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর /GENERAL KNOWLEDGE PDF




বিভিন্ন জনক পরিচিতি 


বন্ধুরা সবাই ভালো আছ তো
সবাই তোমরা RAILWAY বা অন্যান্য COMPETITIVE EXAM এর জন্য প্রস্তুতি সুরু করে দিয়াছ , কিন্তু ভালো NOTES পাচ্ছ না , তাই আমরা আজ তোমাদের  জন্য নিয়ে এসেছি বিভিন্ন জনক পরিচিতিPDF যা তোমাদের পড়তে সাহায্য করবে . তাই দেরী না করে PDF টি DOWNLOAD করো .

PDF এর কিছু নমুনা প্রশ্ন উত্তর সমূহ নিচে দেয়া হলো  : 

০১) অর্থনীতির জনক কে ছিলেন?
উঃ- এডাম স্মিথ।
০২) আধুনিক অর্থনীতির জনক কে ছিলেন?
উঃ- পল স্যামুয়েলসন।
০৩) অপরাধ বিজ্ঞানের জনক কে ছিলেন?
উঃ- ল্যামব্রাসো।
০৪) অলিম্পিকের জনক কে ছিলেন?
উঃ- ব্যারন পিয়েরে দ্য কুবার্তে।
০৫) রাষ্ট্র বিজ্ঞানের জনক কে ছিলেন?
উঃ- এরিস্টটল।
০৬) আধুনিক রাষ্ট্র বিজ্ঞানের জনক কে ছিলেন?
উঃ- নিকোলার ম্যাকিয়াভেলী।
০৭) সমাজ বিজ্ঞানের জনক কে ছিলেন?
উঃ- অগাস্ট কোঁৎ।
০৮) গণতন্ত্রের জনক কে ছিলেন?
উঃ- জন লক।
০৯) জীব বিজ্ঞানের জনক কে ছিলেন?
উঃ- এরিস্টটল।
১০) প্রাণী বিজ্ঞানের জনক কে ছিলেন?
উঃ- এরিস্টটল।
১১) রসায়ন শাস্ত্রের জনক কে ছিলেন?
উঃ- জাবের ইবনে হাইয়ান।
১২) আধুনিক রসায়নের জনক কে ছিলেন?
উঃ- জন ডাল্টন।
১৩) আধুনিক রসায়ন বিজ্ঞানের জনক কে ছিলেন?
উঃ- ল্যাভয়সিয়ে।
১৪) পদার্থ বিজ্ঞানের জনক কে ছিলেন?
উঃ- আইজ্যাক নিউটন।
১৫) আধুনিক পদার্থ বিজ্ঞানের জনক কে ছিলেন?
উঃ- আলবার্ট আইনস্টাইন।
১৬) হিসাব বিজ্ঞানের জনক কে ছিলেন?
উঃ- লুকাপ্যাসিওলি।
১৭) চিকিৎসা বিজ্ঞানের জনক কে ছিলেন?
উঃ- ইবনে সিনা।
১৮) মেডিসিনের জনক কে ছিলেন?
উঃ- হিপোক্রেটিস।
১৯) হোমিও শাস্ত্রের জনক কে ছিলেন?
উঃ- ড.স্যামুয়েল হ্যানিম্যান।
২০) টেস্ট টিউব বেবির জনক কে ছিলেন?
উঃ- আর জে এডওয়ার্ড।
পিডিএফ ডাউনলোড করবার জন্য নিচে যান 



আরো পড়ুন :




পিডিএফ ফাইল এ  সম্পুর্ণ প্রশ্ন পাবেন -উত্তর করে দেওয়া আছে

পিডিএফ ফাইল টি কেমন লাগলো কমেন্ট বাক্স এ জানাবেন  . আপনাদের মতামত পেলে আমরা উতসাহিত হব 

নিচে পিডিএফ ফাইল টি ডাউনলোড করুন




FILE NAME বিভিন্ন জনক পরিচিতিPDF (www.gksolved.com )

FILE SIZE :501 KB
DOWNLOAD: CLICK HERE 

আমাদের পাসে থাকার জন্য ধন্যবাদ .
এই রকম আরো STUDY MATERIAL পেতে প্রতিদিন আমাদের ওয়েবসাইট এ ভিসিট করুন
PDF FILE DETAILS 

No comments:

Post a Comment

Recommended for you