Wednesday, February 19, 2020

Physics MCQ in Bengali -পদার্থ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর

Physics MCQ in Bengali -পদার্থ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর 
Physics MCQ in Bengali -পদার্থ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর 


বন্ধুরা কেমন আছ? আজ আমরা তোমাদের জন্য  নিয়ে এসেছি Physics MCQ in Bengali -পদার্থ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর যা তোমাদের বিভিন্ন competitive পরীক্ষায় সাহায্য করবে | তাই আর দেরী অন করে নিচে থেকে৩ PDF টি DOWNLOAD করে নিন |
PDF এর কিছু নমুনা :



1.বস্তুর বেগ ও শব্দের বেগর অনুপাতকে কি বলে ?


ক)মোলার সংখ্যা   
খ)ম্যাক সংখ্যা
গ) ভর সংখ্যা
ঘ) কোনটাই নয়

2.নিচের কোনটি অন্তরক?
ক)এবোনাইট
খ)গ্রাফাইট
গ) তামা
ঘ) কোনটাই নয়

3.বর্তমানে বালব বায়ুশুন্য না করে  নিস্ক্রিয় গ্যাস ভর্তি করা হয় কেন ?
ক) ফিলামেন্টের বাষ্পীভবন বেশী হয়
খ) ফিলামেন্টের বাষ্পীভবন কম হয়
গ) ফিলামেন্টের রোধ বেশী হয়
ঘ)ফিলামেন্টের রোধ কম হয়

4. প্রত্যেক বাড়িতে কত তড়িত শক্তি খরচ হয় , তা কোন এককে মাপা হয় ?
ক) ওয়াট
খ) B.O.T এককে
গ) ওয়াট – ঘন্টা
ঘ) কোনটাই নয়

5. তোমার বাড়িতে 100 ওয়াটের একটি বাল্ব প্রতিদিন 10 ঘন্টা করে জ্বলে | তাহলে প্রতিদিন কত করে কারেন্ট খরচ হয় ?
ক) 1 কিলোওয়াট-ঘন্টা
খ) 2 কিলোওয়াট-ঘন্টা
গ) ০.1কিলোওয়াট-ঘন্টা
ঘ) কোনটাই নয়
 নিচে PDF FILE DOWNLOAD করুন |



PDF FILE DETAILS :
FILE NAME :Physics MCQ
FILE LANGUAGE : Bengali 
FILE SIZE : 522 KB
FILE PAGE :6
DOWNLOAD :CLICK HERE

আরো PDF ফাইল পেতে নিচে CLICK করুন 


No comments:

Post a Comment

Recommended for you