Monday, February 17, 2020

Free Online Test Series on Physical Science-ভৌতবিজ্ঞান অনলাইন মক টেস্ট

Free Online Test Series on Physical Science-ভৌতবিজ্ঞান অনলাইন মক টেস্ট


আজ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি , PHYSICAL SCIENCE Online Mock Test Part-2; যেটির মাধ্যমে তোমরা সমস্ত রকম Competitive Exam -র প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে এবং তার সাথে সাথে আগত পরীক্ষার জন্য তুমি কতটা প্রস্তুত সেটা যাচাই করে নিতে পারবে।

PHYSICAL SCIENCE Online Mock Test Part-2




  1. 0 ডিগ্রী সেলসিয়াস এ বায়ু মাধ্যমে সব্দের বেগ কত?

  2. 332 মি/সে
    323 মি/সে
    632 মি/সে
    432 মি/সে

  3. প্রাস গতিতে কনার গতিপথ হয় ?

  4. বৃত্তাকার
    উপবৃত্তাকার
    পরাবৃত্তাকার
    অধিবৃত্তাকার

  5. তড়িতের উত্তম পরিবাহী হলো--

  6. গরম জল
    পাতিত জল
    সাধারণ জল
    লবনাক্ত জল

  7. কোনটি তাপনিয়ামক রূপে পরমানু চুল্লিতে ব্যবহৃত হয়?

  8. ভারী জল
    গলিত সোডিয়াম
    গ্রাফাইট
    কোনটাই নয়

  9. অপটিক্যাল ফাইবার প্রধানত কোন কাজে ব্যবহৃত হয়?

  10. যোগাযোগ
    উইবিং
    খাদ্য পক্রিয়াকরণ
    কোনটাই নয়

  11. মেসন পাওয়া যাই--

  12. Y-রশ্মিতে
    X-রশ্মিতে
    মহাজাগতিক রশ্মিতে
    কোনটাই নয়

  13. সহজে পড়া যাই না এমন লেখা পরা সম্ভব হয় কার মাধ্যমে ?

  14. মহাজাগতিক রশ্মি
    অতিবেগুনি রশ্মি
    অবলোহিত রশ্মি
    কোনটাই নয়

  15. কোন যন্ত্র জলের তরিতবিস্লেসন এ কি ব্যবহৃত হয়?

  16. ভোল্টামিটার
    ভোল্টমিটার
    ফাগোমিটার
    কোনটাই নয়

  17. বাধের জলে কি শক্তি সঞ্চিত থাকে ?

  18. গতিশক্তি
    স্থিতিশক্তি
    তাপশক্তি
    কোনটাই নয়

  19. সুরশলাকার আকার কিরূপ ?

  20. V আকৃতির
    Uআকৃতির
    Iআকৃতির
    Y আকৃতির



আরো Mock Test নীচে link এ click করুন৷



No comments:

Post a Comment

Recommended for you