Thursday, December 12, 2019

500+ General science Question Answer in Bengali PDF For Railway exam .





নমস্কার বন্ধুরা ,


পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে ? আসাকরি ভালই ... আপনাদের এই প্রস্তুরি আরো ভালো করবার জন্য আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি   500 SCIENCE SAQ  থেকে  PDF . তাই দেরী না করে পিডিএফ ফাইল টি ডাউনলোড করুন.এখানে পাবেন 500 বিজ্ঞান  সাধারণ জ্ঞান এর প্রশ্ন উত্তর যা আপনাদের বিভিন্নি পরীক্ষায় সাহায্য করবে .

Content of pdf file :/PDF এ যা পাবেন :



প্রশ্ন: দিয়াশলাইয়ের কাঠির মাথায় থাকে
উত্তর: লোহিত ফসফরাস।
প্রশ্ন:বিদ্যুত্ বিল হিসাব করা হয়
উত্তর: কিলোওয়াট ঘণ্টায়।
প্রশ্ন:লাল আলোতে সবুজ ফুলকে দেখায়
উত্তর: কালো।
প্রশ্ন: বৈদ্যুতিক হিটার ও বৈদ্যুতিক ইস্ত্রিতে ব্যবহূত হয়
উত্তর: নাইক্রোম তার।
প্রশ্ন: তাপের একক
উত্তর: ক্যালরি।
প্রশ্ন: ডিগ্রি, সেলসিয়াস
উত্তর: তাপমাত্রার একক।
প্রশ্ন: কোষ হলো
উত্তর: জীবদেহের গঠন ও কাজের একক।
প্রশ্ন: কোষের কাজ নিয়ন্ত্রণ করে
উত্তর: নিউক্লিয়াস।
প্রশ্ন:জীবদেহের একক
উত্তর: কোষ।
প্রশ্ন: হাড় ও দাঁতকে মজবুত করে
উত্তর: ক্যালসিয়াম।
প্রশ্ন: জিহ্বার সাহায্যে শোনে যে প্রাণী
উত্তর: সাপ।
প্রশ্ন: নিউক্লিয়াসআবিষ্কার করেন
উত্তর: রবার্ট ব্রাউন।
প্রশ্ন: গায়ের রং পরিবর্তন করে আত্মরক্ষা করে
উত্তর: গিরিগিটি।
প্রশ্ন: চোখ মেলে ঘুমায়
উত্তর: মাছ।
প্রশ্ন:মানুষের স্পাইনাল কর্ডেরদৈর্ঘ্য
উত্তর: ১৮ ইঞ্চি প্রায়।
প্রশ্ন: মাছ অক্সিজেন নেয়
উত্তর: পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে।
প্রশ্ন : অস্টিওলজি অর্থ কী?
উত্তর : হাড় বিষয়ক চিকিৎসা বিজ্ঞান।
প্রশ্ন : ম্যালকোলজিতে নিচের কোনটি নিয়ে আলোচনা করা হয়?
উত্তর : শামুক-ঝিনুক।
প্রশ্ন : হোমিওপ্যাথির আবিষ্কারক কে?
উত্তর : এস সি এফ হ্যানিমেন।
প্রশ্ন : প্রাণিজগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে কী বলে?
উত্তর : ইভোলিউশন।
প্রশ্ন : ডুমুরের পুংরেণুর সাথে স্ত্রীরেণুর সংযোগ স্থাপনের মাধ্যম-
উত্তর : কাল পিঁপড়া।
প্রশ্ন : ব্যাকটেরিয়া আবিষ্কার করেন কে?
উত্তর : লিউয়েন হুক।
প্রশ্ন : ভূ-পৃষ্ঠ ও ভূ-গর্ভস্থ পানি সম্পর্কিত বিদ্যার নাম-
উত্তর : হাইড্রোলজি।
প্রশ্ন : যেসব ফুল পতঙ্গপরাগী এবং রাতে ফোটে; সেসব ফুলে কোনটি থাকে?
উত্তর : তীব্র গন্ধ এবং সাদা পাপড়ি।
প্রশ্ন : কৃত্রিম জীন আবিষ্কার করেন কে?
উত্তর : হরগোবিন্দ খোরানা।
প্রশ্ন : শারীরবিদ্যার জনক কে?
উত্তর : উইলিয়াম হার্ভে।
প্রশ্ন : কোনটি একবীজপত্রী?
উত্তর : ভুট্টা।
সম্পূর্ণ PDF ফাইল পেতে নীচে CLICK করুন 


100 + General science Question Answer in Bengali 
 PDF সম্পূর্ণ প্রশ্ন পাবেন উত্তর করা আছে
 নীচে PDF ফাইল DOWNLOAD করুন



PDF FILE DETAILS :
FILE NAME :সাধারণ জ্ঞান
FILE LANGUAGE : BENGALI 
FILE FORMAT : PDF
FILE SIZE :900 KB   
FILE PAGE :49

DOWNLOAD : CLICK HERE 

এই রকম আরো STUDY MATERIAL পেতে প্রতিদিন আমাদের ওয়েবসাইট এ ভিসিট করুন৷

No comments:

Post a Comment

Recommended for you