Wednesday, December 4, 2019

100 + General science Question Answer in Bengali || সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF




নমস্কার বন্ধুরা ,

পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে ? আসাকরি ভালই ... আপনাদের এই প্রস্তুরি আরো ভালো করবার জন্য আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি   100+  RAILWAY SCIENCE GENERAL KNOWLEDGE  PDF থেকে  PDF . তাই দেরী না করে পিডিএফ ফাইল টি ডাউনলোড করুন.এখানে পাবেন ১৫০০+ সাধারণ জ্ঞান এর প্রশ্ন উত্তর যা আপনাদের বিভিন্নি পরীক্ষায় সাহায্য করবে .

Content of pdf file :/PDF এ যা পাবেন :

1) পৃথিবী ঘূর্ণায়নের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না মধ্যাকর্ষণের জন্য ।
2) প্রেসার কুকারে রান্না তারাতারি হওয়ার কারন উচ্চ চাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায় ।
3) চা তাড়াতাড়ি ঠান্ডা হয় কালো রংয়ের কাপে (কাল রংয়ের তাপ শোষণ ক্ষমতা বেশি)।
4) চা দেরীতে ঠান্ডা হয় সাদা রংয়ের কাপে (সাদা রংয়ের তাপ শোষণ ক্ষমতা কম)।
5) শব্দের গতি সবচেয়ে বেশি কঠিন মাধ্যমে ।
6) শব্দের গতি সবচেয়ে কম বায়বীয় মাধ্যমে ।
7) তিনটি মূখ্য বর্ণ লাল, সবুজ ও নীল ।
8)৪০ সে: তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বোচ্চ ।
9) ইউরেনিয়াম, নেপচুনিয়াম প্লুটোনিয়াম হল তেজস্ক্রিয় পদার্থ ।
10) রাবারের স্থিতিস্থাপকতা কম এবং লোহা বা ইস্পাতের স্থিতিস্থাপকতা বেশি ।
11) উন্নত ধরণের বিস্ফোরোক আবিষ্কার করে ধনী হয়েছিলেন আলফ্রেড নোবেল ।
12) লোহার উপর দস্তার প্রলেপ দেয়াকে বলে গ্যালভানাইজিং ।
13) আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে মরিচিকায় ।
14) জল বরফে পরিণত হলে আয়তনে বাড়ে ।
15) জল কঠিন, তরল ও বায়বীয় অবস্থায় থাকতে পারে ।
16) বৈদুতিক বাল্বের ফিলামেন্ট তৈরী টাংস্টেন দিয়ে ।
17) CFC বা ক্লোরোফ্লোরো কার্বন ধ্বংস করে ওজন স্তর ।
18) ডুবোজাহাজ থেকে জলের উপরে দেখার জন্য ব্যবহৃত হয় পেরিস্কোপ ।
19) ব্যাটারি হতে পাওয়া যায় ডিসি কারেন্ট ।
20) সর্বোত্তম তড়িৎ পরিবাহক তামা ।
সম্পূর্ণ PDF ফাইল পেতে নীচে CLICK করুন 

 PDF সম্পূর্ণ প্রশ্ন পাবেন উত্তর করা আছে
 নীচে PDF ফাইল DOWNLOAD করুন



PDF FILE DETAILS :
FILE NAME :100+  RAILWAY SCIENCE GENERAL KNOWLEDGE  PDF
FILE LANGUAGE : ENGLISH
FILE FORMAT : PDF
FILE SIZE :440 KB 
FILE PAGE :5


DOWNLOAD :CLICK HERE 
এই রকম আরো STUDY MATERIAL পেতে প্রতিদিন আমাদের ওয়েবসাইট এ ভিসিট করুন৷

No comments:

Post a Comment

Recommended for you