Friday, September 20, 2019

WB Primary TET Question-Answer PDF in bengali || প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

WB Primary TET Question-Answer PDF in bengali




নমস্কার বন্ধুরা ,
পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে ? আসাকরি ভালই ... আপনাদের এই প্রস্তুরি আরো ভালো করবার জন্য আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি  PRIMARY TET প্রস্তুতি এর 
  PDF . তাই দেরী না করে পিডিএফ ফাইল টি ডাউনলোড করুন .

PDF এর কিছু নমুনা :


১) কোন বিষয়টি অনুবন্ধ প্রণালীর সঙ্গে যুক্ত?

উঃ হস্তশিল্প।

২) ব্রতচারীর প্রতিষ্ঠাতা কে?

উঃ গুরুসদয় দত্ত।

৩) শিক্ষার অন্যতম উপাদান কী?

উঃ পরিবেশ।

৪) অন্ধদের বর্ণমালা কে আবিষ্কার করেন?

উঃ লুই ব্রেইল।

৫) ‘বাবলিং’ কী?

উত্তর – শিশুর ১০ থেকে ১২ মাসের মধ্যে উচ্চারিত কতকগুলি অর্থহীন শব্দ।

৬) আপনি ছাত্রছাত্রীদের যা শেখাচ্ছেন, যদি তারা তা বুঝতে ব্যর্থ হয়, তা হলে তাদের সাহায্য করার শ্রেষ্ঠ উপায় কী?

উত্তর – তাদের সমস্যাগুলি চিহ্নিত করে পুনরায় পড়ানো।

৭) শিশুর মানসিক বিকাশের প্রথম ধাপটিকে কী নামে অভিহিত করা হয়েছে?

উত্তর – স্বতন্ত্রীকরণ।

৮) প্রত্যেক ছাত্রের মেধা ও বিকাশের পার্থক্য হওয়ার মূল কারণ কী?

উত্তর – পরিবেশগত প্রভাব।
শিশু মনস্তত্ত্ব

৯) শিক্ষা আবদ্ধ অবস্থায় পরিণত হয় – অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কিত না হলে।

১০) দশ বছর বয়স পর্যন্ত ছাত্রছাত্রীদের – বাড়ির কাজ দেওয়া উচিত নয়।

১১) ছাত্ররা একটি বিষয় বুঝতে পেরেছে কি না তা জানার জন্য আপনি কী করবেন – পরীক্ষা নেবেন।

১২) ছাত্রদের কোনো অনভিপ্রেত আচরণ দেখতে পেলে শিক্ষক হিসেবে আপনি কী করবেন – তাদের মনস্তাত্ত্বিক বিশ্লেষণের চেষ্টা করবেন।

১৩) পিছিয়ে পড়া শিশু হল তারা, যাদের বৌদ্ধিক অনুপাত (IQ) ‌‌‌___________ -এর কম।
উত্তর: 80.
১৪) প্রগতিশীল শিক্ষা – শিশু কেন্দ্রিক শিক্ষা।

১৫) শিশুরা শেখে – সব জায়গা থেকে সব সময়।

১৬) শিক্ষাগ্রহণ একটি প্রক্রিয়া যাতে – সারাজীবন শিক্ষাগ্রহণ চলতে থাকে।
১৭) মনস্তত্ত্বের প্রতিপাদ্য বিষয় কী?
ক) আত্মা, খ) মন, গ) ব্যবহার, ঘ) মানবসত্ত্বা
উত্তর: গ) ব্যবহার

১৮) নীচের কোনটি সাংস্কৃতিক পরিবেশ? —- ক) সমুদ্র, খ) দিঘি, গ) মানুষের মূল্যবোধ, ঘ) গৃহ

উত্তর – গ) মানুষের মূল্যবোধ

১৯) নীচের কোনটি জৈব সংবেদনের অন্তর্গত?
ক) প্রত্যক্ষণ.   খ) সংবেদন   গ) ধারণা  ঘ) তৃষ্ণা

উত্তর: খ) সংবেদন

২০) শিশুদের গল্পের জন্য কোন ধরনের পরিবেশ সৃষ্টি করা প্রয়োজন?
ক) জটিল  খ) আবেগপূর্ণ  গ) স্বচ্ছন্দ  ঘ) কৃত্রিম

উত্তর: গ) স্বচ্ছন্দ
২১) গতানুগতিক ধারায় শিক্ষাকে কী বলা হত?
উত্তর: পুঁথিগত জ্ঞান অর্জনের প্রক্রিয়া।

২২) আধুনিক শিক্ষার গুরুত্বপূর্ণ নীতি কী?
উত্তর: সক্রিয়তা।

২৩) শিখন এক ধরনের কী প্রক্রিয়া?
উত্তর: আচরণমূলক।

২৪) শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ বলতে কী বোঝায়?
উত্তর: ব্যক্তিসত্তার উপাদানগুলির বিকাশ।

২৫) আদর্শ শিক্ষায় জোর দেওয়া হয় শিক্ষার্থীর
(ক) পূর্ব অভিজ্ঞতা (খ) মনোযোগ (গ) সামাজিক পরিবেশ (ঘ) আগ্রহের ওপর

উঃ (ক) পূর্ব অভিজ্ঞতা।

২৬) শিক্ষার্থীরা বানান ভুল করলে সে ক্ষেত্রে শিক্ষককে কোন পদ্ধতি গ্রহণ করতে হবে?
(ক) তিরস্কারের পদ্ধতি (খ) সংশোধনমূলক (গ) নির্দেশনামূলক (ঘ) অনুকরণমূলক পদ্ধতি

উঃ – (খ) সংশোধনমূলক।

২৭) শিক্ষার পরিবেশ কেমন হওয়া উচিত?
(ক) একনায়কতান্ত্রিক (খ) সমাজ অনুমোদিত (গ) সমাজতান্ত্রিক (ঘ) গণতান্ত্রিক

উঃ –(ঘ) গণতান্ত্রিক।

২৮) প্রাচীনকালে গুরু ও শিক্ষার্থীর সম্পর্ক ছিল
(ক) বন্ধুত্বপূর্ণ (খ) নির্দেশ দান (গ) দাতা-গ্রহীতা (ঘ) শাস্তিদানের মাধ্যমে

উঃ – (গ) দাতা-গ্রহীতা।
২৯) বহির্জগতের তাগিদে যে মানসিকতা সৃষ্টি হয় তাকে কী বলে?
উত্তর: প্রেষণা ।

৩০) প্রত্যাভিজ্ঞা কীসের ওপর নির্ভরশীল?
উত্তর: সংরক্ষণ ও প্রত্যাভিজ্ঞা।

সম্পূর্ণ PDF ফাইল পেতে নীচে CLICK করুন 

Primary Tet Practice Set PDF Download in Bengali 2019
PDF সম্পূর্ণ প্রশ্ন পাবেন উত্তর করা আছে
 নীচে PDF ফাইল DOWNLOAD করুন


PDF FILE DETAILS : 
FILE NAME : PRIMARY TET 
FILE SIZE : 1.85 MB 
FILE FORMAT : PDF
DOWNLOAD  : CLICK HERE


এই রকম আরো STUDY MATERIAL পেতে প্রতিদিন আমাদের ওয়েবসাইট এ ভিসিট করুন৷

No comments:

Post a Comment

Recommended for you