Thursday, September 19, 2019

General Knowledge (GK) 2019 PDF in bengali Question-Answer||সাধারণ জ্ঞান 2019 পিডিএফ ফাইল বাংলায় for railway ,WBCS , PSC etc .


General Knowledge (GK) 2019 PDF


নমস্কার বন্ধুরা ,
পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে ? আসাকরি ভালই ... আপনাদের এই প্রস্তুরি আরো ভালো করবার জন্য আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি  GENERAL KNOWLEDGE  থেকে  PDF . তাই দেরী না করে পিডিএফ ফাইল টি ডাউনলোড করুন .

PDF এর কিছু নমুনা :

১. কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় = কালো।
২. মটরগাড়ির হেড লাইটে কোন দর্পন ব্যবহার করা হয় = অবতল।
৩. রান্না করার হাড়িপাতিল সাধারণত এলুমেনিয়াম ব্যবহার করা হয় কারণ = এতে দ্রুত তাপ সঞ্চালিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়।
৪. পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন = মধ্যাকর্ষণ বলের জন্য।
৫. কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি = কঠিন।
৬. একক সময়ে শব্দ যে দুরত্ব অতিক্রম করে তাকে বলে = শব্দের গতি।
৭. বিদ্যুৎ পরিবাহী তাপমাত্রা ও প্রস্থচ্ছেদ অপরিবর্তিত থাকলে দৈর্ঘ্য বাড়ালে রোধে কি ঘটবে = রোধ বাড়বে।
৮. প্যাসকেলের সূত্রটি প্রযোজ্য = তরল ও বায়বীয় পদার্থের ক্ষেত্রে।
৯. International System of Unite কে সংক্ষেপে বলে = S.I পদ্ধতি।
১০. কোন বস্তুর ত্বরণ বলতে কি বুঝায় = সময়ের সাথে বেগ বৃদ্ধির হার।
১১. নিউটন কি = বলের একক।
১২. পাত্রে আবদ্ধ তরল পদার্থের কোন অংশে চাপ প্রয়োগ করলে কি ঘটবে = পদার্থের সবদিকে চাপ সমানভাবে সঞ্চালিত হয়।
১৩. দুটি স্বচ্ছ মাধ্যমের বিভেদ তলে আলোকরশ্মির দিক পরিবর্তনের ঘটনাকে বলে = প্রতিসরণ।
১৪. লাল ও সবুজ রং মিশিয়ে কোন রং পাওয়া যায় = হলুদ।
১৫. ডায়নামো কি ?= যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরের যন্ত্র।
১৬. কোন পদার্থ প্রকৃতিতে কঠিন, তরল, বায়বীয় অবস্থায় পাওয়া যায় = পানি।
১৭. চুম্বকের আকর্ষন কোন অংশে বেশি = দুই মেরুতে।
১৮. কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস = সূর্যরশ্মি।
১৯. 20° সেন্টিগ্রেড সমান কত ডিগ্রি ফারেনহাইট = 68° F
২০. পানির তাপমাত্রা 0° থেকে 4°এ উন্নীত হলে পানির ঘনত্ব = বাড়বে।
২১. কাজের একক কোনটি = জুল।
২২. স্প্রিং নিক্তি দিয়ে কি মাপা হয় = ওজন।

সম্পূর্ণ PDF ফাইল পেতে নীচে CLICK করুন 

science pdf file in bengali 
PDF সম্পূর্ণ প্রশ্ন পাবেন উত্তর করা আছে
 নীচে PDF ফাইল DOWNLOAD করুন



PDF FILE DETAILS : 
FILE NAME : GENERAL KNOWLEDGE 
FILE SIZE : 1.85 MB 
FILE FORMAT : PDF
DOWNLOAD  : CLICK HERE 


এই রকম আরো STUDY MATERIAL পেতে প্রতিদিন আমাদের ওয়েবসাইট এ ভিসিট করুন৷

No comments:

Post a Comment

Recommended for you