Friday, November 23, 2018

কারক ও বিভক্তি পিডিএফ ফাইল ডাউনলোড /KAROK BIVOKTI PDF FILE DOWNLOAD





হ্যালো বব্ধুরা কেমন আছ?
আপনি হইত TET EXAM এর জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছেন.তাহলে আপনি একদম ঠিক জায়গায় এসেছেন । আজ  আমরা আপনাদের  জন্য নিয়ে এসেছি  কারক ও বিভক্তিপিডিএফ ফাইল। পিডিএফ টি ডাউনলোড করে প্রাকটিস করুন . আর পরবর্তী বাংলা  QUESTION গুলি পাতে আমাদের WEBSITE এ প্রতিদিন ভিসিট করুন.


বাক্যের একটি শব্দের সঙ্গে আরেকটি শব্দের সম্পর্ক স্থাপনের জন্য শব্দগুলোর সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত করতে হয়। এই শব্দাংশগুলোকে বলা হয় বিভক্তি।

বাংলা শব্দ বিভক্তি ৭ প্রকার-
বিভক্তির নাম
বিভক্তি
প্রথমা বা শূণ্য বিভক্তি
০, অ
দ্বিতীয়া বিভক্তি
কে, রে
তৃতীয়া বিভক্তি
দ্বারা, দিয়া (দিয়ে), কর্তৃক
চতুর্থী বিভক্তি
কে, রে*
পঞ্চমী বিভক্তি
হইতে (হতে), থেকে, চেয়ে
ষষ্ঠী বিভক্তি
র, এর
সপ্তমী বিভক্তি
এ, য়, তে








  • চতুর্থী বিভক্তি শুধুমাত্র সম্প্রদান কারকে যুক্ত হয়।
  • বচনভেদে বিভক্তির আকৃতি পরিবর্তিত হয়। তবে কোন বিভক্তি চিহ্নিত করার জন্য উপরের বিভক্তির তালিকাটি মনে রাখলেই চলবে।
  • বিভক্তির নাম লেখার সময় কখনো সংক্ষিপ্ত আকারে লেখা যাবে না। অর্থাৎ দ্বিতীয়া বিভক্তিকে কখনোই ২য়া বিভক্তি লেখা যাবে না।
  • বিভক্তির তালিকাটি ভালোভাবে আত্মস্থ করতে হবে, প্রয়োজন হলে মুখস্থ করতে হবে।
কারক

কারক শব্দের আক্ষরিক অর্থ ‘যা ক্রিয়া সম্পাদন করে’।

বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কারক বলে। অর্থাৎ, বাক্যের ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের যে সম্পর্ক, তাকে কারক বলে।

কারক ৬ প্রকার-      ১. কর্তৃকারক
২. কর্মকারক
৩. করণকারক
৪. সম্প্রদান কারক
৫. অপাদান কারক
৬. অধিকরণ কারক

নিচে কারক নির্ণয়ের উপায় সংক্ষেপে ছক আকারে দেয়া হলো-
ক্রিয়াকে প্রশ্ন
উত্তর যে কারক
কে, কারা?
কর্তৃকারক
কী, কাকে?
কর্মকারক
কী দিয়ে?
করণকারক
কাকে দান করা হল?
সম্প্রদান কারক
কি হতে বের হল?
অপাদান কারক
কোথায়, কখন, কী বিষয়ে?
অধিকরণ কারক

পিডিএফ ডাউনলোড করবার জন্য নিচে যান 



আরো পড়ুন :



পিডিএফ ফাইল এ  সম্পুর্ণ প্রশ্ন পাবেন -উত্তর করে দেওয়া আছে 

পিডিএফ ফাইল টি কেমন লাগলো কমেন্ট বাক্স এ জানাবেন  . আপনাদের মতামত পেলে আমরা উতসাহিত হব 

নিচে পিডিএফ ফাইল টি ডাউনলোড করুন 


:PDF FILE DETAILS



FILE NAME:কারক ও বিভক্তি (www.gksolved.com )
FILE SIZE :505 KB
DOWNLOAD:CLICK HERE 

No comments:

Post a Comment

Recommended for you