Wednesday, August 8, 2018

গণিত পিডিএফ ফাইল(part -3) //math pdf file -for competitive exam (TET special )

 


বাছাই করা ১০ টি গণিত (পর্ব ৩)




হ্যালো বব্ধুরা কেমন আছ?

 আজ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি বাছাই করা ১০ টি গণিত এটি  আপনাদের বিভিন্ন competitive exam এ সাহায্য করবে  ।.বিশেষ করে যারা TET EXAM এর  জন্য প্রস্তুতি  নিচ্ছেন তাদের কাজে লাগবে.



PDF এর কিছু নমুনা  সমূহ নিচে দেয়া হলো ঃ



১। কোনো শহরের লোকসংখ্যা বার্ষিক ৫% হারে বৃদ্ধি পায় । যদি বর্তমান শহরের লোকসংখ্যা ১৮৫২২০ হয় , তবে তিন বছর পূর্বে শহরের লোকসংখ্যা কত ছিল ?


২। বার্ষিক ১২% সরল সুদের হারে কতদিনে ১৫০ টাকা সুদেমুলে ২২২ টাকা হবে ?


৩। এক বাক্তি চাকুরী থেকে অবসর নেবার সময় p.f  ও গ্রাচুইটি  বাবদ এককালীন ২৫৮০০ টাকা পেলেন । ওই টাকা তিনি এমনভাবে ভাগ করে পোস্ট অফিস ও ব্যাংক এ আমানত করতে চান জাতে প্রতি বছর সুদ বাবদ তার আয় মত ২৪৩০ টাকা হয় । যদি পোস্ট অফিস ও ব্যাংক এর বার্ষিক সুদরে হার ৯%অ ১০% হয় ,তবে তিনি কথ্য কত টাকা রাখেন ? 

আরো পড়ুন :




পিডিএফ ফাইল এ  সম্পুর্ণ প্রশ্ন পাবেন -উত্তর করে 
দেওয়া আছে 




পিডিএফ ফাইল টি কেমন লাগলো কমেন্ট বাক্স এ জানাবেন  . আপনাদের মতামত পেলে আমরা উতসাহিত হব 


নিচে পিডিএফ ফাইল টি ডাউনলোড করুন 

PDF FILE DETAILS


FILE NAME:বাছাই করা গণিত part -3(www.gksolved.com)
FILE SIZE:667 kb 
DOWNLOADclick here

No comments:

Post a Comment

Recommended for you