Tuesday, July 31, 2018

gk-সাধারণ বিজ্ঞান//gk-general science pdf file

সাধারণ বিজ্ঞান



আপনাদের জন্য আজ আমি নিয়ে এসেছি সাধারণ বিজ্ঞান প্রশ্নসমূহ . এটি আপনাদের বিভিন্ন competitive exam এ সাহায্য করবে . তাই দেরী  না  করে তারাতারি পিডিএফ ফাইল টি ডাউনলোড করে নিন ‍.


PDF এর কিছু নমুনা প্রশ্ন উত্তর সমূহ নিচে দেয়া হলো 


১. মস্তিষ্কের স্থিতিস্থাপকতাকে বলে –
প্লাস্টিসিটি।
২. জিহ্বার অগ্রভাগ কোন ধরণের স্বাদ গ্রহণ
করে- মিষ্টি।
৩. চোখের কত অংশ বাইরে উন্মচিত – ৬
ভাগের ১ অংশ।
৪. জিহ্বার পার্শ্বদেশ কোন ধরণের স্বাদ
গ্রহণ করে- টক।
৫. চোখের রেটিয়ানায় কোন ধরণের
প্রতিবিবম সৃষ্টি হয় – উল্টো।
৬. কোনো বস্তুকে একই সাথে দুই চোখের
সাহায্যে এককভাবে দেখাকে বলে– দ্বি-
নেত্র দৃষ্টি/বাইনোকুলার ভিশন।
৭. চক্ষু দৃষ্টি সঞ্চার করে – আলকের মাধ্যমে।
৮. মানুষের মুখগহ্বরে লালাগ্রন্থি – ৩ জোড়া।
৯. দাড়িগোঁফ গজায় যে হরমোনের কারনে –
টেস্টোস্টেরন হরমোন।
১০. শিতকালে চামড়া ফাটার কারন- বাতাসের
আপেক্ষিক আদ্রতা কম থাকে বলে।
১১. জীবনরক্ষাকারী হরমোন –
অ্যালডোস্টেরন।
১২. শ্বাশ-প্রশ্বাস কতক্ষন বন্ধ থাকলে মানুষের
মৃত্যু হয়- ৩.৫ মিনিট।
১৩. রক্ত সঞ্চালন কতক্ষণ বন্ধ থাকলে মানুষের
মৃত্যু হয় – ৫ মিনিট।
১৪. দেহকোষে কোন ধরণের কোষ বিভাজন
দেখা দেয় – মাইটোসিস।
১৫. স্মৃতি সংরক্ষণ করে মস্তিষ্কের যে অংশ –হিপেক্যাম্পাস।

আরো পড়ুন : 





  • General_Science
  •  physics questions 
  • SCIENCE KNOWLEDGE



  • ১৬. মানব্দেহে মোট কোষের সংখ্যা – ১০।
    ১৭. ব্ল্যাড ক্যান্সার হয় – রক্তে শ্বেত কণিকা
    বেড়ে গেলে।
    ১৮. ইনসুলিনের কাজ হল – রক্তে গ্লুকোজের
    মাত্রা নিয়ন্ত্রণ করা।
    ১৯. রক্তে লোহিত ও শ্বেত কনিকার অনুপাত –৫০০:১।
    ২০. মানব দেহের সবচেয়ে দৃঢ় ও দীর্ঘ অস্থি –
    উরু অস্থি।
    ২১. শিরা কোন ধরনের রক্ত বহন করে - CO2.
    ২২. পনির – আমিষ জাতীয় খাদ্য ।

    দেরী না করে নিচের লিংক থাকে পিডিএফ ডাউনলোড করে নিন 

    PDF FILE DETAILS : 50সাধারণ বিজ্ঞান

    FILE NAME :সাধারণ বিজ্ঞান (www.gksolved.com)
    FILE SIZE :354 kb
    DOWNLOAD:: click here

    No comments:

    Post a Comment

    Recommended for you