![]() |
physics gk in bengali pdf-পদার্থবিজ্ঞান প্রশ্ন উত্তর |
প্রিয় বন্ধুগণ , আগত Railway NTPC পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে ? আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পদার্থবিদ্যা Oneliner part-1 ||50 physics gk in bengali pdf -পদার্থবিজ্ঞান প্রশ্ন উত্তরযা আপনাদের এই পরীক্ষা ছাড়াও যে কোনো
competitive পরীক্ষাতে সাহায্য করবে তাই আর দেরী না করে নিচে থেকে PDF DOWNLOAD করে নিন |
PDF এর কিছু নমুনা :
প্রশ্ন: যে সমস্ত রাশি প্রকাশের জন্য মান ও অভিমুখ উভয় প্রয়োজন হয় তাদের কি
রাশি বলে ?
উত্তর: ভেক্টর রাশি
প্রশ্ন: বটমলির পরীক্ষা করবার সময় পারিপার্শিক বায়ুর উষ্ণতা কত রাখতেহয় ?
উত্তর: 0০ C এর বেশী
প্রশ্ন: কোন স্কেলার রাশিটি তিনটি মৌলিক একক দ্বারা গঠিত?
উত্তর: ক্ষমতা
প্রশ্ন: 138Hz কম্পাঙ্কের সমমেল কত?
উত্তর: 276 Hz
প্রশ্ন: আপাতন কোন 55০ হলে প্রতিফলন কোন কত হবে ?
উত্তর: 55০
প্রশ্ন: কোন আকাশে শিশির উত্পন্ন হয় না ?
উত্তর:মেঘমুক্ত আকাশে
প্রশ্ন: জলের বাষ্পীভবনের লীনতাপ কত?
উত্তর: 537 ক্যালরি / গ্রাম
প্রশ্ন: নিউটনের কোন সূত্রকে জাদ্যের সুত্র বলা হয় ?
উত্তর: প্রথম সূত্রকে
প্রশ্ন:অবাধে পতনশীল বস্তুর গতিশক্তি ও স্থিতিশক্তির যোগফল কি হবে ?
উত্তর: সবসময় ধ্রুবক থাকে |
প্রশ্ন: বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কত?
উত্তর: 1.5
প্রশ্ন: স্বরের মধ্যে সবচেয়ে কম কম্পাঙ্ক বিশিষ্টিসুরটিকে কি বলা হয়?
উত্তর: মূলসুর
প্রশ্ন: 0০ C এ বায়ু মাধ্যমে শব্দের বেগ কত?
উত্তর: 332 মি/সে
প্রশ্ন: একটি মাত্রাহীন রাশি হলো ---
উত্তর: কোন
প্রশ্ন: তড়িতের উত্তম পরিবাহী কি?
উত্তর: লবনাক্ত জল
প্রশ্ন: তাপনিয়ামক রূপে পরমানু চুল্লিতে কি ব্যবহারকত হয় ?
উত্তর: গলিত সোডিয়াম
প্রশ্ন: অপটিক্যাল ফাইবার প্রধানত কোন কাজে ব্যবহার করা হয় ?
উত্তর: যোগাযোগ
এভাবেই PDF ফাইল পেতে নিচে লিংকে click করুন
PDF FILE DETAILS :
FILE NAME : পদার্থবিদ্যা Oneliner part-1
FILE LANGUAGE: Bengali
FILE PAGE :5
FILE SIZE: 302 KB
FILE DOWNLOAD: CLICK HERE
No comments:
Post a Comment