Wednesday, April 8, 2020

Different geographical words and confluence of rivers PDF-ভৌগলিক শব্দ ও নদীর সঙ্গমস্থল


Different geographical words and confluence of rivers PDF-ভৌগলিক শব্দ ও নদীর সঙ্গমস্থল

প্রিয় বন্ধুগণ , আগত competitive পরীক্ষার জন্য প্রস্তুতি কেমন চলছে ? আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Different geographical words and confluence of rivers PDF-ভৌগলিক শব্দ ও নদীর সঙ্গমস্থলযা আপনাদের বিভিন্ন competitive পরীক্ষা দিতে সাহায্য করবে তাই আর দেরী না করে নিচে PDF ফাইল download করুন |
PDF এর কিছু নমুনা :

মৌসুমী কথার অর্থ কি ?

উঃ মৌসুমী একটি আরবী শব্দ এর অর্থ ঋতু ।

রাঢ় শব্দের অর্থ কি ?

উঃ পাথুরে জমি ।

তুন্দ্রা কথার অর্থ কি ?

উঃ শৈবাল বা বরফে ঢাকা অঞ্চল ।

ডুয়ার্স বলতে কি বোঝায় ?

উঃ দ্বার বা দুয়ার ।

মরুস্থলী বলতে কি বোঝানো হয় ?

উঃ মৃতের দেশ ।

ক্ষুদ্র দেশ - কে ভৌগলিক ভাষায় কি বলা হয় ?

উঃ মাইক্রোনেশিয়া ।

পালিনেশিয়া বলতে কি বোঝানো হয় ?

উঃ বহু দ্বীপের দেশ ।

বিস্তৃত তৃণভূমি কে ভৌগলিক ভাষায় কি বলে ?

উঃ সাভানা ।

পম্পাস বলতে কি বোঝো ?

উঃ স্পেনীয় শব্দ পম্পাস বলতে বোঝায় একটি বিস্তীর্ণ সমভূমি ।

তরাই কথার অর্থ কি ?

উঃ স্যাতস্যেতে ।

অহ্ন কথার অর্থ কি ?

উঃ দিন ।

আয়ন কথার অর্থ কি ?

উঃ পথ ।

চোমোলাংমা কি ?

উঃ তিব্বতী ভাষায় মাউন্ট এভারেস্টকে চোমোলাংমা বলা হয় ।

দূন কি ?

উঃ অনুদৈর্ঘ্য উপত্যকাকে ভূগোলের ভাষায় দূন বলে ।

শিল্ড কি ?

উঃ সুবিস্তীর্ণ প্রাচীন উচ্চভূমিকে শিল্ড বলে ।

বিষ্ণু প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?

উঃ বিষ্ণুগঙ্গা ও অলকানন্দা ।

কেশব প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?

উঃ অলকানন্দা ও সরস্বতী । 

নন্দা প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?

উঃ অলকানন্দা ও নন্দা ।

ইন্দ্র প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?

উঃ ভাগীরথী ও ন্যাসগঙ্গা ।

শ্যাম প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?

উঃ শ্যামগঙ্গা ও ভাগীরথী ।

গুপ্ত প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?

উঃ নীলগঙ্গা ও ভাগীরথী ।

রুদ্র প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?

উঃ অলকানন্দা ও মন্দাকিনী ।

দেব প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?

উঃ অলকানন্দা ও ভাগীরথী ।

সোম প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?

উঃ সোমনদী ও মন্দাকিনী ।

প্রয়াগ রাজ কোন কোন নদীর সংগমস্থল ?

উঃ গঙ্গা - যমুনা - সরস্বতী ।

সূর্য প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?


উঃ মন্দাকিনী ও অলশতরঙ্গিনী ।
PDF FILE DETAILS : 
FILE NAME :বিভিন্ন ভৌগলিক শব্দ ও নদীর সঙ্গমস্থল
FILE LANGUAGE : Bengali
FILE PAGE :3
FILE SIZE :386 KB
FILE DOWNLOAD :CLICK HERE 
নিচে আরো pdf ফাইল download করুন |

No comments:

Post a Comment

Recommended for you