Thursday, March 12, 2020

vitamin chart in Bengali -ভিটামিনের উৎস, কাজ ও অভাবজনিত রোগ

vitamin chart in Bengali -ভিটামিনের উৎস, কাজ ও অভাবজনিত রোগ


প্রিয় বন্ধুগণ , আপনারা সবাই কেমন আছেন ? আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ভিটামিনের উৎস, কাজ ও অভাবজনিত রোগ যা আগত বিভিন্ন পরীক্ষায় আপনাদের সাহায্য করবে | এই বিষয় থেকে পরীক্ষায় একটি বা দুটি প্রশ্ন এসেই থাকে তাই আর দেরী না করে নিচে থেকে PDF ফাইল download করে নিন|

PDF এর কিছু নমুনা :







ভিটামিনের
      নাম  
উৎস
ভিটামিনর কাজ
অভাবজনত রোগ
উদ্ভিজ্জ উৎস
প্রানীজ উৎস


ভিটামিন-A
বাঁধাকপি, গাজর, সবুজ শাকসবজি, পেঁপে, পালং শাক, পাকা আম ইত্যাদি|
কিছু কিছু মাছের যকৃত নিঃসৃত তেল যেমন হেলি বার্ড, হাঙ্গর ইত্যাদি, ডিমের কুসুম, দুধ, মাখন হল ভিটামিন এর প্রাণিজ উৎস।
১. দেহের বৃদ্ধি

২. চোখের রেটিনার রড সেল উৎপন্ন করে নাইট ব্লাইন্ডনেস থেকে আমাদেরকে রক্ষা করে।

৩.প্রাণীদেহের রোগের সংক্রামন প্রটেক্ট করে।

৪.গ্ল্যান্ডের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সাহায্য করে।
১.ব্লাইন্ডনেস একমাত্র ভিটামিন।-এ এর অভাবে ঘটে।

২.মানবদেহের স্কিন, ভিটামিন এর অভাবে ব্যাং এর চামড়ার মত খসখসে হয়ে যায়।

৩.ওয়েট লস-এর প্রাদুর্ভাব ঘটে।

৪.বৃক্কে স্টোন তৈরি হয়।

৫.রোগ সংক্রামণের পাওয়ার রিডিউস হয়।

PDF FILE DETAILS:

FILE NAME :ভিটামিনের উৎস, কাজ ও অভাবজনিত রোগ
FILE LANGUAGE: BENGALI
FILE PAGE:5
FILE SIZE:484 KB
FILE DOWNLOAD : CLICK HERE




নিচে আরো PDF ফাইল DOWNLOAD করুন|

No comments:

Post a Comment

Recommended for you