Saturday, February 15, 2020

Free Online Test Series on Physical Science-ভৌতবিজ্ঞান অনলাইন মক টেস্ট



PHYSICAL SCIENCE Online Mock Test Part-1


আজ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি , PHYSICAL SCIENCE Online Mock Test Part-1; যেটির মাধ্যমে তোমরা সমস্ত রকম Competitive Exam -র প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে এবং তার সাথে সাথে আগত পরীক্ষার জন্য তুমি কতটা প্রস্তুত সেটা যাচাই করে নিতে পারবে।

PHYSICAL SCIENCE ONLINE MOCK TEST :1



  1. যে সমস্ত রাশি প্রকাশের জন্য মান ও অভিমুখ উভয় প্রয়োজন হয় ?

  2. প্রাকৃতিক রাশি
    স্কেলার রাশি
    ভেক্টর রাশি
    কোনটাই নয়

  3. বটমলির পরীক্ষা করবার সময় পারিপার্শিক বায়ুর উষ্ণতা কত হবে?

  4. 0 ডিগ্রী সেলসিয়াস এর কম
    0 ডিগ্রী সেলসিয়াস এর বেশী
    -10 ডিগ্রী সেলসিয়াস এর কম
    -10 ডিগ্রী সেলসিয়াস এর বেশী

  5. কোন স্কেলার রাশিটি তিনটি মৌলিক একক দ্বারা গঠিত ?

  6. ক্ষেত্রফল
    ক্ষমতা
    দর্পণ
    কোনটাই নয়

  7. স্বনকের আকার কমলে সব্দের প্রবাল্য কী হয় ?

  8. কমে
    বাড়ে
    একই থাকে
    সঠিক বলা যাবে না

  9. আপাতন কোন 55 ডিগ্রী হলে প্রতিফলন কোন কত হবে ?

  10. 35ডিগ্রী
    55ডিগ্রী
    65ডিগ্রী
    75ডিগ্রী

  11. নীচের কোন আকাশে শিশির উত্পন্ন হয় না ?

  12. অল্প মেঘাছন্ন আকাশে
    মেঘাছন্ন আকাশে
    মেঘমুক্ত আকাশে
    কোনটাই নয়

  13. স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে কি মাপা হয়?

  14. ভর
    ভার
    ভর ও ভার
    কোনটাই নয়

  15. অবাধে পতনশীল বস্তুর গতিশক্তি ও স্তিতিসক্তির যোগফল কি হয় ?

  16. ক্রমশে বাড়তে থাকে
    সবসময় ধ্রুবক থাকবে
    ক্রমশে কমতে থাকে
    কোনটাই নয়

  17. বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কত?

  18. 0.2
    1.5
    1
    2

  19. কোনটি দ্বিতীয় শ্রেনীর লিভার ?

  20. কাচি
    জাতি
    দুটোই
    কোনটাই নয়


No comments:

Post a Comment

Recommended for you