Sunday, February 2, 2020

Budget Highlights 2020 PDF in Bengali-একনজরে বাজেট 2020

Budget Highlights 2020 PDF in Bengali-একনজরে বাজেট 2020
একনজরে বাজেট 2020

আগামী অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করলেন নির্মলা সীতারামন। দেশের বাজেটের ইতিহাসে দীর্ঘতম ভাষণে কী কী বললেন, সবিস্তারে দেখে নেওয়া যাক:Budget Highlights 2020 PDF in Bengali-একনজরে বাজেট 2020



1.আগামী অর্থবর্ষে ২২ লক্ষ ৪৬ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা। আর্থিক বৃদ্ধির লক্ষ্যমাত্রা ১০ শতাংশ।

2.এলআইসি-র অংশীদারিত্ব বিক্রি করবে সরকার। আইডিবিআই ব্যাঙ্কেরও শেয়ার বিক্রি করবে সরকার।

3.পেনশনের জন্য নতুন ট্রাস্ট গঠনের সিদ্ধান্ত।

4.জিএসটি-তে আরও সংস্কার আনা হবে। এর আওতায় আয়কর জমা দেওয়া আরও সহজ হবে। বললেন অর্থমন্ত্রী। বলেন, আমরা নতুন একটি প্রক্রিয়া চালু করব, যাতে করদাতা আবেদনের সঙ্গে সঙ্গে আধার ও প্যান কার্ড পেতে পারেন।

5.নতুন কর ব্যবস্থায় বছরে ২.৫ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে ৫ শতাংশ। বছরে ৫ লক্ষ টাকা থেকে ৭.৫ লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে ১০ শতাংশ কর দিতে হবে। বছরে ৭.৫ লক্ষ টাকা থেকে  ১০ লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে ১৫ শতাংশ কর। বছরে ১০ লক্ষ টাকা থেকে ১২.৫ লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে ২০ শতাংশ কর। বছরে ১২.৫ লক্ষ  টাকা থেকে ১৫ লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে কর কমে ২৫ শতাংশ। বছরে ১৫ লক্ষ টাকা বেশি আয়ের ক্ষেত্রে কর আগের মতোই ৩০ শতাংশ।

6.জম্মু ও কাশ্মীরের জন্য ৩০ হাজার ৭৭০ কোটি টাকা বরাদ্দ। লাদাখে উন্নয়নে ৫ হাজার ৯০০ কোটি টাকা বরাদ্দ।

7.করদাতাদের হেনস্থা আটকাতে আইন তৈরির ঘোষণা করলেন নির্মলা। করদাতাদের অধিকার লিপিবদ্ধ করা হবে। সিবিডিটি তা নথিবন্ধ করবে।

8.নির্মলা বলেন, সরকার চায় না, করদাতারা নাজেহাল হোক বা কোনও ভাবে তাঁদের বিব্রত করা হোক, করদাতাকে নাজেহাল করা ফৌজদারি অপরাধ। তা ঠেকাতে আইন তৈরি করবে সরকার।

9.পরিবেশকে স্বচ্ছ রাখতে ৪ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দ।

10.হরিয়ানা, তামিলনাড়ু, অসম, গুজরাত ও উত্তরপ্রদেশে প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা গড়ে তোলা হবে। ঝাড়খণ্ডে আদিবাসী মিউজিয়ম গড়ে তোলা হবে।
এভাবে সম্পূর্ণ PDF ফাইল পেতে নিচে CLICK করুন|



PDF FILE DETAILS :
FILE NAME : একনজরে বাজেট 2020

FILE LANGUAGE: BENGALI 
FILE SIZE : 514 KB
FILE PAGE :3
DOWNLOAD :CLICK HERE 
আরো পিডিএফ ফাইল পেতে প্রিতিদিন ভিসিট করুন|


No comments:

Post a Comment

Recommended for you