Thursday, December 19, 2019

Math Practice set PDF in Bengali || গণিত প্র্যাকটিস পিডিএফ বাংলায় - For All Competitive Exam .



MATH  practice set PDF 

নমস্কার বন্ধুরা ,
পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে ? আসাকরি ভালই ... আপনাদের এই প্রস্তুরি আরো ভালো করবার জন্য আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি  MATH  practice set PDF  |  তাই দেরী না করে পিডিএফ ফাইল টি ডাউনলোড করুন.
Content of pdf file :/PDF এ যা পাবেন :


90. একটি নল একটি চৌবাচ্চাকে 15 মিনিটে ভর্তি করতে পারে। কিন্তু চৌবাচ্চায় একটি ফুটো থাকার জন্য চৌবাচ্চাটি ভর্তি হতে আরও 3 মিনিট বেশি সময় লাগে, তাহলে ফুটোটি চৌবাচ্চাটিকে কতক্ষণে খালি করতে পারে?

91. দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের গসাগু ও লসাগু-র গুণফল 10800, সংখ্যা দুটির সমষ্টি কত?

92. কোন পরীক্ষায় তাপস 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করে, ও মানস 40% নম্বর পাওয়ায় পাশ নম্বরের থেকে 35 বেশি পায়। ওই পরীক্ষায় পাশ করার জন্য কত শতাংশ নম্বর পেতে হবে?

93. 10 জন ছাত্রের বয়সের গড় 15 বছর। যদি 5 জন নতুন ছাত্র ওই 10 জনের সঙ্গে যুক্ত হয় তাহলে তাদের গড় বয়স এক বছর বৃদ্ধি পায়। ওই নতুন ছাত্রদের গড় বয়স কত?

94. দুটি সংখ্যার অনুপাত 15:11 এবং গসাগু 7 হলে বৃহত্তম সংখ্যাটি কত হবে?

95. একটি ব্যক্তি 600 টাকায় একটি দ্রব্য বিক্রি করে যে পরিমাণ লাভ করে 400 টাকায় সেই দ্রব্যটি বিক্রি করলে সমপরিমাণ ক্ষতি হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত?

96. স্রোতের গতিবেগ 3 কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্রোতের অনুকূলে গতিবেগ 14 কিলোমিটার প্রতি ঘন্টা হলে, স্রোতের প্রতিকূলে গতিবেগ কত হবে?

97. একটি গ্রন্থাগার 14 টি আলমারিতে মোট 1988 টি বই আছে। আরো কতগুলো নতুন বই ক্রয় করা হয়েছে। নতুন বইগুলো সেই আলমারি গুলোতে সাজিয়ে রাখলে গড়ে 156 টি বই থাকবে। কতগুলো নতুন বই ক্রয় করা হয়েছে?

98. একটি কারখানায় মেশিনের মূল্য প্রতি বছর 11 শতাংশ হ্রাস প্রাপ্ত হয়। মেশিনটির বর্তমান মূল্য 110000 টাকা হলে 2 বছর পর কত হবে?

99. দুটি সংখ্যার অনুপাত 3:4, সংখ্যা দুটির ল.সা.গু 84। দুটি সংখ্যার বৃহত্তমটি কত?

100. একটি সংখ্যাকে 136 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 36 । একই সংখ্যাকে 17 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে?
Answer Key
উত্তর পত্র
90. 90 মিনিট
91. 210
92. 33%
93. 18 বছর
94. 105
95. 500 টাকা
96. 8 কিমি/ঘন্টা
97. 196 টি
98. 87131 টাকা
99. 28
100. 2
সম্পূর্ণ PDF ফাইল পেতে নীচে CLICK করুন 

life science book in bengali pdf
 PDF সম্পূর্ণ প্রশ্ন পাবেন উত্তর করা আছে
 নীচে PDF ফাইল DOWNLOAD করুন

PDF FILE DETAILS :
FILE NAME : MATH  practice set PDF.
FILE LANGUAGE : BENGALI 
FILE FORMAT : PDF
FILE SIZE :7.28 MB 
FILE PAGE :32
DOWNLOAD :CLICK HERE 
এই রকম আরো STUDY MATERIAL পেতে প্রতিদিন আমাদের ওয়েবসাইট এ ভিসিট করুন৷

No comments:

Post a Comment

Recommended for you