Saturday, October 19, 2019

বাক্য সংকোচন ||এক কথায় প্রকাশ ||One Word Substitution In Bengali download

One Word Substitution In Bengali

নমস্কার বন্ধুরা ,

পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে ? আসাকরি ভালই ... আপনাদের এই প্রস্তুরি আরো ভালো করবার জন্য আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি   এক কথায় প্রকাশ
থেকে  PDF . তাই দেরী না করে পিডিএফ ফাইল টি ডাউনলোড করুন. উত্তর যা আপনাদের বিভিন্নি পরীক্ষায় সাহায্য করবে .

Content of pdf file :/PDF এ যা পাবেন :


1 অকালে পক্ক হয়েছে যা অকালপক্ব।
2 অনুতে (পশ্চাতে) জন্মেছে যে অনুজ
3 অভিজ্ঞতার অভাব আছে যার অনভিজ্ঞ।
4 অহংকার নেই যার নিরহংকার।
5 আচারে নিষ্ঠা আছে যার আচারনিষ্ঠ।
6 আদি থেকে অন্ত পর্যন্ত আদ্যন্ত, আদ্যোপান্ত ।
7 আপনাকে কেন্দ্র করে চিন্তা আত্মকেন্দ্রিক
8 ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাসবেত্তা।
9 ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক।
10 ইন্দ্রিয়কে জয় করেন যিনি জিতেন্দ্রিয়।
11 ঈষৎ আমিষ (আঁষ) গন্ধ যার আঁষটে।
12 উপকারীর অপকার করে যে কৃতঘ্ন।
13 উপকারীর উপকার স্বীকার করে না যে অকৃতজ্ঞ
14 উপকারীর উপকার স্বীকার করে যে কৃতজ্ঞ।
15 এক থেকে শুরু করে ক্রমাগত একাদিক্রমে।
16 কর্ম সম্পাদনে পরিশ্রমী কর্মঠ।
17 কোনাে ভাবেই যা নিবারণ করা যায় না অনিবার্য।
18 চক্ষুর সম্মুখে সংঘটিত চাক্ষুষ
19 জীবিত থেকেও যে মৃত জীবন্মৃত
20 তল স্পর্শ করা যায় না যার অতলস্পর্শী।
21 পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক।
22 ফল পাকলে যে গাছ মরে যায় ওষধি।
23 যা অতি দীর্ঘ নয় নাতিদীর্ঘ।
24 যা কষ্টে জয় করা যায় দুর্জয়।
25 যা কষ্টে লাভ করা যায় দুর্লভ।
26 যা কোথাও উঁচু কোথাও নিচু বন্ধুর।
27 যা ক্রমশ বর্ধিত হচ্ছে বর্ধিষ্ণু।
28 যা খুব শীতল বা উষ্ণ নয় নাতিশীতােষ্ণ।
29 যা দীপ্তি পাচ্ছে দেদীপ্যমান।
30 যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব।
31 যা পূর্বে দেখা যায় নি অদৃষ্টপূর্ব
32 যা পূর্বে শােনা যায় নি অশ্রুতপূর্ব
33 যা বলা হয় নি অনুক্ত
34 যা বলার যােগ্য নয় অকথ্য
35 যার অন্য উপায় নেই অনন্যোপায়।
36 যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুৎপন্নমতি
37 যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না অজ্ঞাতকুলশীল
38 যার সর্বস্ব হারিয়ে গেছে সর্বহারা, হৃতসর্বস্ব।
39 যিনি বক্তৃতা দানে পটু বাগ্মী।।
40 যে ক্রমাগত রােদন করছে রােরুদ্যমান।
41 যে নারী বীর সন্তান প্রসব করে বীরপ্রসূ
42 যে নারীর সন্তান বাঁচে না মৃতবৎসা।
43 যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ শ্বাপদসংকুল
44 যে বিষয়ে কোনাে বিতর্ক (বা বিসংবাদ) নেই অবিসংবাদিত।
45 যে রব শুনে এসেছে রবাহুত
46 যে রােগ নির্ণয় করতে হাতড়িয়ে ক্লান্ত হাতুড়ে
47 লাভ করার ইচ্ছা লিপ্সা।
48 সকলের জন্য প্রযােজ্য সর্বজনীন।
49 হনন করার ইচ্ছা জিঘাংসা
সম্পূর্ণ PDF ফাইল পেতে নীচে CLICK করুন 


Science General Knowledge (GK)2019 in bengali
 PDF সম্পূর্ণ প্রশ্ন পাবেন উত্তর করা আছে
 নীচে PDF ফাইল DOWNLOAD করুন




PDF FILE DETAILS :
FILE NAME :এক কথায় প্রকাশ
FILE LANGUAGE : BENGALI 
FILE FORMAT : PDF
FILE SIZE :1.73 MB
FILE PAGE :16
DOWNLOAD :CLICK HERE 
এই রকম আরো STUDY MATERIAL পেতে প্রতিদিন আমাদের ওয়েবসাইট এ ভিসিট করুন৷

No comments:

Post a Comment

Recommended for you