Thursday, October 24, 2019

General Knowledge (GK) 2019 in Bengali || সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর For All Competitive Exam


সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর 


নমস্কার বন্ধুরা ,
পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে ? আসাকরি ভালই ... আপনাদের এই প্রস্তুরি আরো ভালো করবার জন্য আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি   সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর থেকে  PDF . তাই দেরী না করে পিডিএফ ফাইল টি ডাউনলোড করুন

Content of pdf file :/PDF এ যা পাবেন 


1. ভগবান বুদ্ধ কোথায় জ্ঞান অর্জন করেছিলেন? বোধগয়া
2. আর্য সমাজ প্রতিষ্ঠা করেন কে? স্বামী দয়ানন্দ
3. পাঞ্জাবি ভাষার লিপি কোনটি? গুরুমুখী
4) ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম প্রান্ত কোনটি? কন্যাকুমারী
5. সূর্য প্রথম কোন রাজ্যে ভারতে প্রবেশ করে? অরুণাচল প্রদেশ
6.. ইনসুলিন কোন রোগের চিকিত্সায় ব্যবহৃত হয়? ডায়াবেটিস
7. বিহু কোন রাজ্যের বিখ্যাত উত্সব? আসাম
8. আমলায় প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া যায়? ভিটামিন সি
9. ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? উইলিয়াম বেন্টিক
10. কোন দেশে কাগজ উদ্ভাবন করা হয়েছিল? চীন
11. গৌতম বুদ্ধের শৈশবের নাম কী ছিল? সিদ্ধার্থ
12. ভারতে সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার কে? রাষ্ট্রপতি মো
13. কোন ভিটামিনের ঘাটতির কারণে রাতের অন্ধত্ব হয়? ভিটামিন A
14. পঙ্গল কোন রাজ্যের উত্সব? তামিলনাড়ু
15. গিদ্ধা এবং ভাঙড়া কোন রাজ্যের লোকনৃত্য? পাঞ্জাব
16. টেলিভিশন কে আবিষ্কার করেছেন? জন লগি বেয়ারড
17. ভারতের প্রথম মহিলা শাসক কে? রাজিয়া সুলতান 
19. 'ইনকিলাব জিন্দাবাদ' স্লোগানটি কে দিয়েছিলেন? ভগত সিং
20. জালিয়ানওয়ালাবাগ গণহত্যা কবে এবং কোথায় ঘটেছিল? 1919 খ্রিস্টাব্দ অমৃতসর
21. 1939 খ্রিস্টাব্দে কংগ্রেস ছেড়ে যাওয়ার পরে সুভাষচন্দ্র বসু কোন দল প্রতিষ্ঠা করেছিলেন? ফরোয়ার্ড ব্লক
22. 'পাঞ্জাব কেসারি' কাকে বলা হয়? লালা লাজপত রায়
23. কে স্যান্ডার্সকে হত্যা করেছিল? ভগত সিং
24. 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে প্রথমে তার ত্যাগটি কে দিয়েছিলেন? মঙ্গল পান্ডে
25. ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন? সরোজিনী নাইডু

26. দু'বার এভারেস্টে ওঠা প্রথম মহিলা কে? সন্তোষ যাদব 

27. 'ব্রহ্ম সমাজ' দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল রাজা রামমোহন রায়

28. স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম কী ছিল? Mulshankr

29. 'বেদের প্রতি পদ্ম' স্লোগানটি কে দিয়েছিলেন? দয়ানন্দ সরস্বতী

30. 'রামকৃষ্ণ মিশন' কে প্রতিষ্ঠা করেছিলেন? স্বামী বিবেকানন্দ
31. ভাস্কো দা গামা ভারতে কখন আসেন? 1498 খ্রি
32. ভাস্কোডিগামা কোথা থেকে এসেছিলেন? পর্তুগাল
33. হাওয়া মহল কোথায় অবস্থিত? জয়পুর
34. কোন শিখ গুরুকে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা হিসাবে বিবেচনা করা হয়? গুরু নানক
35. শিখদের প্রধান উত্সব কোনটি? খঁজের যষ্টি
36. কোন মহান ব্যক্তিকে 'আয়রন ম্যান' বলা হয়? সরদার প্যাটেল
37. নেতাজি কে কোন মহান ব্যক্তি বলা হয়? সুভাষ চন্দ্র বোস
38. দিল্লিতে অবস্থিত লাল বাহাদুর শাস্ত্রের সমাধির নাম কী? বিজয় ঘাট
39. মহাভারতের রচয়িতা কে? মহর্ষি বেদ ব্যাস



40. আর্থশাস্ত্র নামে একটি বই লিখেছেন কে? চাণক্য (কৌটিল্যা)
সম্পূর্ণ PDF ফাইল পেতে নীচে CLICK করুন 
400 physics question - answer
 PDF সম্পূর্ণ প্রশ্ন পাবেন উত্তর করা আছে
 নীচে PDF ফাইল DOWNLOAD করুন
PDF FILE DETAILS :
FILE NAME :সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর
FILE LANGUAGE : BENGALI
FILE FORMAT : PDF
FILE SIZE :380 KB
FILE PAGE :8
DOWNLOAD ::CLICK HERE 
এই রকম আরো STUDY MATERIAL পেতে প্রতিদিন আমাদের ওয়েবসাইট এ ভিসিট করুন৷

No comments:

Post a Comment

Recommended for you