Wednesday, September 4, 2019

History pdf file in bengali-600 ইতিহাস প্রশ্ন উত্তর for railway ,wbcs exam .


History pdf file in bengali


হ্যালো বন্ধুরা , 
 পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে ?  বিভিন্ন পরীক্ষায় হতিহাস থেকে কিছু না কিছু প্রশ্ন থাকেই , তাই আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 600 ইতিহাস প্রশ্ন উত্তর . দেরী না করে নীচে পিডিএফ টি ডাউনলোড করুন .
কিছু PDF এর নমুনা : 



1. তেভাগা আন্দোলন কবে শুরু হয়?

উঃ ১৯৪৬ সালের সেপ্টেম্বর মাসে।

2. মেগাস্থিনিসের ‘ইণ্ডিকা’ কোন ভাষায় লেখা?

উঃ গ্রীক ভাষায়।

3. মুঘল যুগে ইস্ট ইণ্ডিয়া কোম্পানীর প্রতিনিধি হিসাবে কে ভারতে আসেন?

উঃ উইলিয়াম হকিন্স।

4. পর্তুগীজ নাবিক ভাস্কো ডা গামা কবে ভারতে আসেন?

উঃ ১৪৯৮ খ্রীষ্টাব্দের ২৭শে মে।

5. কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ান বলা হয়?

উঃ সমুদ্রগুপ্তকে।

6. হর্ষচরিত গ্রন্থের রচয়িতা কে?

উঃ বাণভট্ট।

7. বাংলায় ‘স্বাধীন নবাবী’ কে প্রতিষ্ঠা করেন?

উঃ মুর্শিদকুলি খাঁ।

8. ওয়াটালুর যুদ্ধ কত খ্রীষ্টাব্দে হয়েছিল?

উঃ ১৮১৫ খ্রীষ্টাব্দের ১৮ই জুন।

9. তাজমহল কে প্রতিষ্ঠা করেন?

উঃ শাহজাহান।

10. শিবাজীর ছেলের নাম কী?

উঃ শম্ভুজী।

11. গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন?

উঃ লালা হরদয়াল।

12. ভারতসভা কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৮৭৬ খ্রীষ্টাব্দে।

13. গ্রাণ্ড ট্রাঙ্ক রোড কে প্রতিষ্ঠা করেন?

উঃ শেরশাহ।

14. ভাস্কো ডা গামা প্রথমে কোন বন্দরে আসেন?

উঃ কালিকট বন্দরে।

15. ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?

উঃ রামমোহন রায়।

16. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?

উঃ লর্ড ক্যানিং।

17. অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন?

উঃ প্রমথনাথ মিত্র।

18. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে অনুষ্ঠিত হয়?

উঃ ১৯১৯ খ্রীষ্টাব্দের ১৩ই এপ্রিল।

19. ‘মেইন ক্যাম্ফ’ গ্রন্থের রচয়িতা কে?

উঃ হিটলার।

20. মহাত্মা গান্ধী কবে জন্মগ্রহণ করেন?

উঃ ১৮৬৯ খ্রীষ্টাব্দে।

21. চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?

উঃ লর্ড কর্ণওয়ালিশ (১৭৯৩ খ্রীষ্টাব্দে)।

22. কত খ্রীষ্টাব্দে আকবর জন্মগ্রহণ করেন?

উঃ ১৫৭৫ খ্রীষ্টাব্দে।

23. সিন্ধুসভ্যতার বর্তমান নাম কী?

উঃ হরপ্পা সভ্যতা।

24. খানুয়ার যুদ্ধ কত খ্রীষ্টাব্দে অনুষ্ঠিত হয়?

উঃ ১৫২৭ খ্রীষ্টাব্দে।

25. দিল্লীর দাস বংশের অবসান কে করেন?

উঃ জালালউদ্দিন খলজী।
সম্পূর্ণ PDF ফাইল পেতে নীচে CLICK করুন .



গভর্নর জেনারেল ও তাদের আমলে কি হয়েছিল
পিডিএফ ফাইল এ সম্পূর্ণ প্রশ্ন পাবেন , উত্তর করে দেওয়া আছে 
নীচে পিডিএফ FILE ডাউনলোড করুন 



PDF FILE DETAILS : 
FILE NAME : 600 ইতিহাস  প্রশ্ন উত্তর
FILE SIZE : 510 KB 
FORMAT : PDF 
DOWNLOAD : CLICK HERE 
এই রকম আরো STUDY MATERIAL পেতে প্রতিদিন আমাদের ওয়েবসাইট এ ভিসিট করুন৷

No comments:

Post a Comment

Recommended for you