Monday, May 20, 2019

WB Madhyamik Result 2019//WBBSE Madhyamik Result 2019 //মাধ্যমিক পরীক্ষার ফল ২০১৯

WB Madhyamik Result 2019



WB Madhyamik Result 2019: আজ  মাধ্যমিকের ফল সকাল 10:00 AM থেকে  জেনে নিতে পারবেন , কীভাবে দেখবেন রেজাল্ট



আজ  সকাল ১০ টার পর থেকে পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইট www.wbbse.org-এ ফলাফল জানা যাবে।

এছাড়াও যে সমস্ত ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন সেগুলি নিচে দেওয়া হল।  www.wbbse.org, www.wb.allresults.nic.in  এবং  www.result.shiksha

ওয়েবসাইট ছাড়াও এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। WB <রোল নম্বর> পাঠিয়ে দিতে হবে 54242/ 56263/58888 নম্বরে। এছাড়াও আপনার মোবাইল নম্বরটি প্রি রেজিস্টার করতে পারেন, এতে রেজাল্ট বেরনো মাত্রই এসএমএস পৌঁছে যাবে আপনার কাছে। তার জন্য www.exametc.com-এ মোবাইল নম্বর এবং রোল নম্বর দিয়ে রেজিস্টার করুন। বা গুগুল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন Madhyamik Result 2019 বা www.result.shiksha অ্যাপগুলি

এই বছর মোট ১০,৬৬,০০০ শিক্ষার্থী মধ্যশিক্ষা পর্ষদ আয়োজিত মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন। এর মধ্যে ১০,৬৪,৯৮০ জন নিয়মিত শিক্ষার্থী। পিটিআই প্রতিবেদন অনুযায়ী, পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষায় উপস্থিতির নিরিখে মেয়েদের সংখ্যা ছেলেদের চেয়ে বেশি। গত ১২ ফেব্রুয়ারি শুরু হয়ে ২২ ফেব্রুয়ারি শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শেষ হওয়ার ৮৮ দিনের মাথায় ফলপ্রকাশ করতে চলেছে পর্ষদ।



 মাধ্যমিক পরীক্ষার ফলাফল জানতে নীচে ক্লিক করুন

Madhyamik Result 2019--CLICK HERE 

BEST OF LUCK  

No comments:

Post a Comment

Recommended for you