Saturday, May 18, 2019

Life Science MCQ with answer in Bengali PDF Download for WBCS , RAILWAY , PSC etc -জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর পিডিএফ ফাইল





হ্যালো বব্ধুরা কেমন আছ?


আপনি হইত  RAIL  বা   competitive exam  এর জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছেন.তাহলে আপনি একদম ঠিক জায়গায় এসেছেন । আজ  আমরা আপনাদের  জন্য নিয়ে এসেছি জীববিদ্যার 250 +প্রশ্ন -উত্তর সমূহ পিডিএফ ফাইল পিডিএফ টি ডাউনলোড করে প্রাকটিস করুন . আর পরবর্তী  জীববিদ্যার QUESTION গুলি পাতে আমাদের WEBSITE এ প্রতিদিন ভিসিট করুন.

PDF এর কিছু নমুনা প্রশ্ন উত্তর সমূহ নিচে দেয়া হলো  : 



১. ফুসফুসে ক্যান্সার দেখা দেওয়ার কত দিনের মধ্যে রোগী মৃত্যুবরণ করে?
Ο ক)  ৮-১২ মাস
Ο খ)  ২-৫ বছর
Ο গ)  ৪ বছর
Ο ঘ)  ৫ বছর

 
২. কোনটি খাদ্যের মুখ্য উপাদান?
Ο ক)  ভিটামিন
Ο খ)  শর্করা
Ο গ)  পানি
Ο ঘ)  খনিজ লবণ

  
৩. জটিল খাদ্য থেকে সরল খাদ্যে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কী বলে?
Ο ক)  আত্তীকরণ
Ο খ)  পরিপাক
Ο গ)  ‌শ্বসন
Ο ঘ)  প্রস্বেদন

  
৪. সূর্যালোকের অতিবেগুণি রশ্মির সহায়তায় মানুষের ত্বকে কোন ভিটামিন সংশ্লেষিত হয়?
Ο ক)  ভিটামিন 'A'
Ο খ)  ভিটামিন 'C'
Ο গ)  ভিটামিন 'D'
Ο ঘ)  ভিটামিন 'E'

 
৫. সুষম খাদ্যের তালিকায় থাকা প্রয়োজন-
i. দেহর্গঠনকারী খাদ্য
ii. শক্তি ও তাপ সরবরাহকারী খাদ্য
iii. প্রতিরক্ষামূলক খাদ্য
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i ও iii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i, ii ও iii
৬. দেহে কোনটির পরিমাণ কমে গেল রক্তশূণ্যতা রোগ হয়?
Ο ক)  কোবালামিন
Ο খ)  পিরিডক্সিন
Ο গ)  হিমোগ্লোবিন
Ο ঘ)  ইসুলিন

  
৭.দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য রক্ষা করার সূচক হলো-
Ο ক)  BME
Ο খ)  BSI
Ο গ)  MBI
Ο ঘ)  BMI (Body Mass Index)
৮.প্রত্যেক মানুসের কমপক্ষে দৈনিক কতঘন্টা ঘুমের প্রয়োজন?
Ο ক)  4
Ο খ)  6
Ο গ)  10
Ο ঘ)  12

 
৯.মানসিক অবসাদ ও ক্লান্তি কোন ভিটামিনের অভাজনিত লক্ষণ?
Ο ক)  রিবোফ্ল্যাভিন
Ο খ)  থায়ামিন
Ο গ)  পিরিডক্সিন
Ο ঘ)  কোবালামিন

  পিডিএফ ডাউনলোড করবার জন্য নিচে যান 



আরো পড়ুন :


পিডিএফ ফাইল এ  সম্পুর্ণ প্রশ্ন পাবেন -উত্তর করে দেওয়া আছে


পিডিএফ ফাইল টি কেমন লাগলো কমেন্ট বাক্স এ জানাবেন  . আপনাদের মতামত পেলে আমরা উতসাহিত হব 

নিচে পিডিএফ ফাইল টি ডাউনলোড করুন 




FILE NAME:
  
জীববিদ্যার 250 +প্রশ্ন -উত্তর সমূহ 

FILE SIZE :1.12 MB 
DOWNLOAD:CLICK HERE 

আমাদের পাসে থাকার জন্য ধন্যবাদ .


এই রকম আরো STUDY MATERIAL পেতে প্রতিদিন আমাদের ওয়েবসাইট এ ভিসিট করুন

No comments:

Post a Comment

Recommended for you