Friday, May 31, 2019

diseases for lack of minerals in human body in bengali //খনিজ পদার্থ এর অভাবজনিত রোগ




হ্যালো বব্ধুরা কেমন আছ?

আপনি হইত RAIL বা competitive exam  এর জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছেন.তাহলে আপনি একদম ঠিক জায়গায় এসেছেন । আজ  আমরা আপনাদের  জন্য নিয়ে এসেছি খনিজ পদার্থ এর অভাবজনিত রোগ  পিডিএফ টি ডাউনলোড করে প্রাকটিস করুন . আর পরবর্তীPDF QUESTION গুলি পাতে আমাদের WEBSITE এ প্রতিদিন ভিসিট করুন

PDF এর কিছু নমুনা প্রশ্ন উত্তর সমূহ নিচে দেয়া হলো  : 

 খনিজ লবনের নাম ও তাদের উৎস
খনিজ পদার্থের নাম
উৎস
অভাবজনিত ফল


লোহা (Fe)
উদ্ভিদজ্জ - কাঁচাকলা, মোচা, বিভিন্ন শাক সব্জি, থোর, ডুমুর ইত্যাদি।
উদ্ভিদ - সবুজ পাতা হলুদ হয়, অর্থাৎ ক্লোরোসিস হয়।

প্রাণীজ - মাছ, মাংস, ডিম ইত্যাদি
প্রাণী - অ্যানিমিয়া বা রক্তাল্পতা






খনিজ পদার্থের নাম
উৎস
অভাবজনিত ফল



ম্যাগনেসিয়াম(Mg)

উদ্ভিজ্জ - সকল প্রকার সবুজ শাক সব্জি ও দানা শস্য প্রভৃতি।
 প্রাণীজ - মাংস, সামদ্রিক মাছ প্রভৃতি।

উদ্ভিদ - ক্লোরোসিস হয়।
প্রাণী - স্নায়ু দুর্বল রোগ অনিয়মিত হৃৎস্পন্দ ।


পিডিএফ ডাউনলোড করবার জন্য নিচে যান 

পিডিএফ ফাইল এ  সম্পুর্ণ প্রশ্ন পাবেন -উত্তর করে দেওয়া আছে


পিডিএফ ফাইল টি কেমন লাগলো কমেন্ট বাক্স এ জানাবেন  . আপনাদের মতামত পেলে আমরা উতসাহিত হব 

নিচে পিডিএফ ফাইল টি ডাউনলোড করুন 



FILE NAME:
    

খনিজ পদার্থ এর অভাবজনিত রোগ

FILE SIZE :0.50 MB


DOWNLOAD:  CLICK HERE 
আমাদের পাসে থাকার জন্য ধন্যবাদ .
এই রকম আরো STUDY MATERIAL পেতে প্রতিদিন আমাদের ওয়েবসাইট এ ভিসিট করুন

No comments:

Post a Comment

Recommended for you