Tuesday, March 19, 2019

Life Science PDF in Bengali||জীবন বিজ্ঞানের প্রশ্ন উত্তর PDF || for competitive Exam -WBCS,TET,Rail,bank exam








হ্যালো বব্ধুরা কেমন আছ?


আপনি হইত  RAIL  বা   competitive exam  এর জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছেন.তাহলে আপনি একদম ঠিক জায়গায় এসেছেন । আজ  আমরা আপনাদের  জন্য নিয়ে এসেছি জীববিদ্যার 250 +প্রশ্ন -উত্তর সমূহ পিডিএফ ফাইল পিডিএফ টি ডাউনলোড করে প্রাকটিস করুন . আর পরবর্তী  জীববিদ্যার QUESTION গুলি পাতে আমাদের WEBSITE এ প্রতিদিন ভিসিট করুন.

PDF এর কিছু নমুনা প্রশ্ন উত্তর সমূহ নিচে দেয়া হলো  : 

1. ফসফরাসের প্রধান কাজ কী?
=>অস্থি ও দাঁত গঠন করা          

2. প্রোটিনে কতভাগ নাইট্রোজেন থাকে?
=>১৬%   

3. সুষম খাদ্য তালিকায় কোনটির পরিমাণ সবচেয়ে বেশি?
=> কার্বোহাইড্রেট

4. কোনটির অভাবে অস্থির গঠন শক্ত ও মজবুত হতে পারে না?

=>ভিটামিন ‘C’ এর অভাবে  

5. একজন পূর্ণ বয়স্ক ব্যাক্তির স্বাভাবিক B.M.R দেহের প্রতি বর্গমিটার আয়তনের জন্য কত হয় ?
=>ঘন্টায় 40 Cal     

6. সালোকসংশ্লেষে অক্ষম একটি উদ্ভিদ হল – ?       
    
=> ছত্রাক         


7.লিউকোপ্লাস্ট থাকে –     
=> মূল         

8.ক্লোরোফিলের গঠনে প্রয়োজনীয় মৌলটি হল-              
  
=> ম্যাগনেশিয়াম          


9. সবাত শ্বসনে মোট কত অনু ATP পাওয়া যায় ?
    
=> ৩৮ অনু


10. প্রশ্ন: কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে?

=> ভিটামিন কে


11. প্রশ্ন: মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?
=> ২৩ জোড়া

12. প্রশ্ন: রক্তে হিমোগ্লোবিনের কাজ কি?
=> অক্সিজেন পরিবহন করা

13. প্রশ্ন: অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি?
=>ইনসুলিন

14. প্রশ্ন: ডেঙ্গু জ্বরের বাহক

=>এডিস

15. প্রশ্ন: চা পাতায় কোন ভিটামিন থাকে?
=>ভিটামিন-বি কমপ্লেক্স

16. প্রশ্ন: ধান বাদামী হওয়ার জন্য দায়ী কোনটি?
=> ছত্রাক

17. প্রশ্ন: সাইট্রিক এসিড পাওয়া যায়?
=> লেবু

18. প্রশ্ন: জাইগোট থেকে কি উৎপন্ন হয়?
=> ফল ও বীজ

19. প্রশ্ন: রক্তের গ্রুপ আবিষ্কার করেন
=> কার্ল ল্যান্ডস্তেইনার

পিডিএফ ডাউনলোড করবার জন্য নিচে যান 

আরো পড়ুন :


পিডিএফ ফাইল এ  সম্পুর্ণ প্রশ্ন পাবেন -উত্তর করে দেওয়া আছে

পিডিএফ ফাইল টি কেমন লাগলো কমেন্ট বাক্স এ জানাবেন  . আপনাদের মতামত পেলে আমরা উতসাহিত হব 

নিচে পিডিএফ ফাইল টি ডাউনলোড করুন 

FILE NAME:
 
জীববিদ্যার 250 +প্রশ্ন -উত্তর সমূহ 
FILE SIZE :3.12 KB 
DOWNLOAD: CLICK HERE 

এই রকম আরো STUDY MATERIAL পেতে প্রতিদিন আমাদের ওয়েবসাইট এ ভিসিট করুন 



আমাদের পাসে থাকার জন্য ধন্যবাদ .





No comments:

Post a Comment

Recommended for you