Monday, March 11, 2019

বিভিন্ন প্রকার হ্রদের দৃষ্টান্ত //Geography MCQ in Bengali PDF-ভূগোল প্রশ্ন উত্তর





হ্যালো বব্ধুরা কেমন আছ?

আপনি হইত  RAIL  বা   competitive exam  এর জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছেন.তাহলে আপনি একদম ঠিক জায়গায় এসেছেন । আজ  আমরা আপনাদের  জন্য নিয়ে এসেছি বিভিন্ন প্রকার হ্রদের দৃষ্টান্ত 
পিডিএফ ফাইল পিডিএফ টি ডাউনলোড করে প্রাকটিস করুন . আর পরবর্তী   QUESTION গুলি পাতে আমাদের WEBSITE এ প্রতিদিন ভিসিট করুন.

PDF এর কিছু নমুনা প্রশ্ন উত্তর সমূহ নিচে দেয়া হলো  :



বিভিন্ন প্রকার হ্রদ :-★★
প্রাকৃতিক ভাবে গঠিত স্থলভাগের কোন অবনমিত বা নিচু অংশে বৃষ্টির জল, নদীর জল,হিমবাহ গলিত জল, সমুদ্র জল সঞ্চিত হয়ে যে ছোটো জলাশয় সৃষ্টি করে তাকে হ্রদ বলে,অর্থাৎ চারদিক স্থলভাগ দ্বারা বেষ্টিত স্বাভাবিক জলরাশি হল হ্রদ।
★★★শ্রেণীবিভাগ :-
 জলের স্বাদ অনুসারে :--
১.সুপেয় বা মিষ্টি জলের হ্রদ -
# পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা সীমান্তে সুপিরিয়র য়ার আয়তন ৮২১৭০ বর্গ কিমি।
# রাশিয়ার বৈকাল পৃথিবীর গভীরতম সুপেয় জলের হ্রদ। যার গভীরতা ১৬২০ মিটার।
#ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কাশ্মিরের ডাল হ্রদ।
# পৃথিবীর উচ্চতম সুপেয় জলের হ্রদ আন্দিজ পার্বত্য অঞ্চলে টিটিকাকা হ্রদ, (উচ্চতা ৩৮০০ মিটার)।
# সৃষ্টির কারন :
*শীত প্রধান অঞ্চলে বাষ্পীভবন কম(বৈকাল)।
*প্রচুর বৃষ্টিপাতের ফলে মিষ্টি জল সৃষ্টি ( আফ্রিকার ভিক্টোরিয়া)।
*হ্রদের মধ্য দিয়ে বড় নদী প্রবাহিত বা মিলিত হয় (ইরি ও অন্টারিও)
২.লবনাক্ত জলের হ্রদ : -
# ভারতের বৃহত্তম লবনাক্ত হ্রদ কাস্পিয়ান সাগর ; যার আয়তন ৩৯৫০০০ বর্গ কিমি। এর ৩৮% ইরানে এবং রাশিয়ায় অবস্থিত।
# পৃথিবীর নিম্নতম হ্রদ জর্ডন ও ইস্রায়েল সীমান্ত মরুসাগর, সমুদ্রতল থেকে ৩৯৬ মিটার নিচে।
# পৃথিবীর সর্বাধিক লবনাক্ত হ্রদ তুরস্কের ভ্যান হ্রদ।
#ভারতের বৃহত্তম লবনাক্ত হ্রদ রাজস্থানের সম্বর ;আয়তন ১৯০-২৩০ বর্গ কিমি।
#ভারত তথা পৃথিবীর উচ্চতম লবনাক্ত হ্রদ লাডাকের প্যাংগং হ্রদ ; উচ্চতা ১৪২৫৬ ফুট।
 হ্রদের উতপত্তি অনুসারে :-
১.প্রাকৃতিক উপায়ে সৃষ্ট হ্রদ :
A.ভূ আড়োলন ফলে :
# ভূপৃষ্ট বসে গিয়ে হ্রদ -
আরল সাগর,উরাল হ্রদ,কাস্পিয়ান সাগর।
# চ্যুতির ফলে সৃষ্ট হ্রদ -
পূর্ব আফ্রিকার ট্যাঙ্গানিকা হ্রদ(পৃথিবীর দীর্ঘতম)
#ভাঁজের ফলে সৃষ্ট হ্রদ -সুইজারল্যান্ডের জেনেভা।
# ধ্বসের ফলে - হিমাচলের স্পিতি উপত্যাকার চন্দ্রতাল হ্রদ।
#ভূমিকম্পের ফলে - কচ্ছের রাণ।
B. ক্ষয়কাজের ফলে সৃষ্ট হ্রদ :-
# হিমবাহ উপত্যাকার সৃষ্ট হ্রদ - কুমায়ুন হিমালয়ের বাসুকি তাল,চোরাবালি তাল,হ্রদের দেশ ফিনল্যান্ড এ এরকম হ্রদ দেখা যায় যাকে সুয়োসি বলে।
# সার্ক হ্রদ - গঙ্গোত্রী ও জেমু গতিপথে করি হ্রদ।
#মহাদেশীয় হিমবাহে সৃষ্ট হ্রদ - রাশিয়ার বৈকাল ও আমেরিকার পঞ্চহ্রদ।
# প্লায়া হ্রদ - রাজস্থানের সম্বর, দিদওয়ানা,কুচামন, মিশরের কাতার অববাহিকার হ্রদ।
#কাস্ট হ্রদ - যুগোস্লাভিয়ার স্কুটারি হ্রদ।
C.সঞ্চয়ের ফলে হ্রদ :-
# অশ্বখুরাকৃতি হ্রদ - প:ব নদীয়া ও মুর্শিদাবাদ জেলার ভাগিরথী নদীর গতিপথে।
#বদ্বীপ হ্রদ - কৃষ্ণা ও গোদাবরী দ্বীপের মধ্য দ্বয়ে কোলেরু হ্রদ।
#উপহ্রদ বা লেগুন - ওড়িশা উপকূল চিল্কা, অন্ধউপকূল পুলিকট,কেরল উপকূল ভেম্বানাদ ও অষ্টমুদি কয়াল।
#প্রবাল দ্বীপ - লক্ষ দ্বীপে দেখা যায়।
D.অগ্নুদগমের ফলে সৃষ্ট হ্রদ:-
# জ্বালামুখ হ্রদ - মহারাষ্ট্রের লোনার,মধ্য আমেরিকার নিকারগুয়া, সুমাত্রার টোবা,ইতালির বোলসেনা,যুক্তরাষ্ট্রের ওরেগন।
# লাভা সঞ্চিত হ্রদ -আইসল্যান্ডের মাইভত্ন হ্রদ।
#লাভা আবদ্ধ হ্রদ - জর্ডন উপত্যাকার গ্যালিলি হ্রদ, আবিসিনিয়ার টানা হ্রদ, নিউজিল্যান্ড এর টাওপো হ্রদ।এরুপ হ্রদ কে কুলি হ্রদ বলে।
E.অন্যান্য হ্রদ :-
# বীভার নামে একধরনের ইন্দুর জাতীয় প্রাণী বনের মধ্যে দল। বেঁধে কাঠের টুকরো আবর্জনা ফেলে নদীর গতিপথ রুদ্ধ করে বাঁধ তৈরী করে।
যুক্তরাষ্ট্রের ইয়োলোস্টোন জাতীয় উদ্যানে ইহা দেখা যায়।
# Raft Lake - নদীতে ভাসমান উদ্ভিদের পরিমান বেড়ে গেলে জল আবদ্ধ হয়ে হ্রদ সৃষ্টি করে; নীলনদে ভাসমান উদ্ভিদ সাড্ দ্বারা হ্রদ সৃষ্টি হতে দেখা যায়।

২.কৃিএম উপায়ে সৃষ্ট হ্রদ :-
মানুষ নদীর উপর আড়াআড়ি বাঁধ নির্মান করে বহুমুখী উদ্দেশ্য সাধনের জন্য জলাধার তৈরী করে।
ভারতের গোবিন্দসাগর,রানাপ্রতাপ হ্রদ।

পিডিএফ ডাউনলোড করবার জন্য নিচে যান 



আরো পড়ুন :



পিডিএফ ফাইল এ  সম্পুর্ণ প্রশ্ন পাবেন -উত্তর করে দেওয়া আছে 




পিডিএফ ফাইল টি কেমন লাগলো কমেন্ট বাক্স এ জানাবেন  . আপনাদের মতামত পেলে আমরা উতসাহিত হব 

নিচে পিডিএফ ফাইল টি ডাউনলোড করুন 


PDF FILE DETAILS





FILE NAME: বিভিন্ন প্রকার হ্রদের দৃষ্টান্ত   (www.gksolved.com)
FILE SIZE :0.45 MB  
DOWNLOAD: CLICK HERE 


আমাদের পাসে থাকার জন্য ধন্যবাদ .
এই রকম আরো STUDY MATERIAL পেতে প্রতিদিন আমাদের ওয়েবসাইট এ ভিসিট করুন 


No comments:

Post a Comment

Recommended for you