Thursday, January 17, 2019

History Questions-Answers PDF Download In Bengali For Wbcs/Rail/Food/Bank And Others Competitive Exam || History PDF Dawnload || ইতিহাস প্রশ্ন ও উত্তর







হ্যালো বব্ধুরা কেমন আছ?
আপনি হইত  COMPETITIVE শুরু করে দিয়েছেন.তাহলে আপনি একদম ঠিক জায়গায় এসেছেন । আজ  আমরা আপনাদের  জন্য নিয়ে এসেছি  HISTORY পিডিএফ ফাইল। পিডিএফ টি ডাউনলোড করে প্রাকটিস করুন . আর পরবর্তী পিডিএফ  গুলি পাতে আমাদের WEBSITE এ প্রতিদিন ভিসিট করুন.    

PDF এর কিছু নমুনা প্রশ্ন উত্তর সমূহ নিচে দেয়া হলো  :




প্রশ্ন:-  প্রাচীন ভারতের প্রথম ইতিহাসমূলক গ্রন্থ কোনটি ? সেটি কার রচনা ?

উত্তর:- প্রাচীন ভারতের প্রথম ইতিহাসমূলক গ্রন্থের নাম রাজতরঙ্গিনী  । এটি কলহন-এর রচনা ।

প্রশ্ন:-  ভারতের প্রাচীনতম নাম কি ছিল ?

উত্তর:- ভারতের প্রাচীনতম নাম ছিল জম্বুদ্বীপ ।

প্রশ্ন:-  কোন রাজার নাম অনুসারে ভারতবর্ষ নামকরণ হয় ?

উত্তর:- পৌরাণিক যুগের সাগর বংশের সন্তান রাজা ভরতের নাম অনুসারে আমাদের দেশের নামটি এসেছে ভারত বা ভারতবর্ষ ।

প্রশ্ন:-   কোন পর্বতমালা ভারতের উত্তর সীমান্তে বিরাজমান ?

উত্তর:- হিমালয় পর্বতমালা ভারতের উত্তর সীমান্তে বিরাজমান ।

প্রশ্ন :-   কোন নদীর নাম অনুসারে ভারতবর্ষের নাম ইন্ডিয়া বা হিন্দুস্থান হয়েছে ?

উত্তর:-  সিন্ধুনদীর নাম অনুসারে ভারতবর্ষের নাম ইন্ডিয়া বা হিন্দুস্থান হয়েছে


প্রশ্ন:-   ভারতকে 'নৃতত্বের জাদুঘর' কে বলেছেন ?

উত্তর:- ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ ভারতকে 'নৃতত্বের জাদুঘর'  বলেছেন।

প্রশ্ন:-  দক্ষিণ ভারতের অধিবাসীরা কোন জাতির বংশধর ?



উত্তর:-  দক্ষিণ ভারতের অধিবাসীরা দ্রাবিড় জাতির বংশধর 

প্রশ্ন:-   ভারতেরবর্ষে মোঙ্গল জাতির বংশধর কারা ?

উত্তর:-  আসামি, নেপালি, ভুটিয়া, প্রভৃতি মোঙ্গল জাতির বংশধর ।

প্রশ্ন:-   বাঙালিরা কোন জাতির বংশধর ?

উত্তর:-  বাঙালিরা নেগ্রিটো ও নর্ডিক জাতির সংমিশ্রিত বংশধর 

প্রশ্ন:-   সাঁওতালরা কোন জাতির বংশধর ?

উত্তর:-  সাঁওতালরা নেগ্রিটো জাতির বংশধর 



প্রশ্ন:-  কে অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন ?

উত্তর:-  উনিশ শতকের খ্যাতনামা প্রত্নতত্ববিদ জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন ।

প্রশ্ন:-  ' হস্তিগুম্ফা লিপি' থেকে কোন ভারতীয় রাজার কথা জানা যায় ?



উত্তর:-  ' হস্তিগুম্ফা লিপি' থেকে  কলিঙ্গরাজ খারবেলের কথা জানা যায় ।

প্রশ্ন:-   বৈদিক সাহিত্যের কোন অংশকে বেদান্ত বলা হয় ?

উত্তর:-  উপনিষদকে বৈদিক সাহিত্যের বেদান্ত বলা হয় ?

প্রশ্ন:-. ভারতের উত্তর-পশ্চিম সীমান্তের তিনটি গিরিপথের নাম লেখো ।

উত্তর:- তিনটি গিরিপথের নাম - খাইবার,বোলান, ও গোমাল

প্রশ্ন:-   দক্ষিণ ভারতের একটি প্রধান নদীর নাম লেখো ।

উত্তর:- দক্ষিণ ভারতের একটি প্রধান নদীর নাম গোদাবরী

প্রশ্ন:-  ভারতের কোন কোন দিক  সমুদ্র দিয়ে বেষ্টিত ?

উত্তর:- দক্ষিণ-পূর্ব , দক্ষিণ-পশ্চিম , দক্ষিণ দিক সমুদ্র দিয়ে বেষ্টিত ।

প্রশ্ন:-  কার আমলে জুনাগড় লিপি রচিত হয় ?

উত্তর:- শক সম্রাট (মহাক্ষএপ) রুদ্রদামনের আমলে জুনাগড় লিপি রচিত হয় ।

পিডিএফ ডাউনলোড করবার জন্য নিচে যান 




আরো পড়ুন : 




পিডিএফ ফাইল এ  সম্পুর্ণ প্রশ্ন পাবেন -উত্তর করে দেওয়া আছে 


পিডিএফ ফাইল টি কেমন লাগলো কমেন্ট বাক্স এ জানাবেন  . আপনাদের মতামত পেলে আমরা উতসাহিত হব 

নিচে পিডিএফ ফাইল টি ডাউনলোড করুন 




PDF FILE DETAILS



FILE NAME:Indian history (www.gksolved.com )
FILE SIZE :462 KB 
DOWNLOAD: CLICK HERE 


এই রকম আরো STUDY MATERIAL পেতে প্রতিদিন আমাদের ওয়েবসাইট এ ভিসিট করুন 



আমাদের পাসে থাকার জন্য ধন্যবাদ .

No comments:

Post a Comment

Recommended for you