Tuesday, September 4, 2018

কে কিসের জনক // FOR COMPETITIVE EXAM //GK PDF DOWNLOAD



কে কিসের জনক




হ্যালো বব্ধুরা কেমন আছ?
 আজ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি কে কিসের জনক।এটি  আপনাদের railway group -d.group -c ,wbcs ও বিভিন্ন  competitive exam  এ সাহায্য করবে .।


PDF এর কিছু নমুনা প্রশ্ন উত্তর সমূহ নিচে দেয়া হলো  : 



১। রাষ্ট্র বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ- এরিস্টটল।



২। আধুনিক রাষ্ট্র বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ- নিকোলার ম্যাকিয়াভেলী।



৩। অর্থনীতির জনক কে?
উত্তরঃ- এডাম স্মিথ।

৪। আধুনিক অর্থনীতির জনক কে?
উত্তরঃ- পল স্যামুয়েলসন।

৫। সমাজ বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- অগাস্ট কোঁৎ।

৬।গণতন্ত্রের জনক কে?
উত্তরঃ- জন লক।

৭। অপরাধ বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- ল্যামব্রাসো।

৮। জীব বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ-এরিস্টটল

৯। প্রাণী বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- এরিস্টটল

১০। রসায়ন বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ-জাবির ইবনে হাইয়ান

১১পদার্থ বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- আইজ্যাক নিউটন

১২। হিসাব বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ-লুকাপ্যাসিওলি

১৩। চিকিৎসা বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- ইবনে সিনা

১৪। দর্শন শাস্ত্রের জনক কে?
উত্তরঃ-সক্রেটিস

১৫। ইতিহাসের জনক?
উত্তরঃ-হেরোডোটাস

১৬। ভূগোলের জনক কে?
উত্তরঃ- ইরাটস থেনিস

১৭। গণিতের জনক কে?
উত্তরঃ-আর্কিমিডিস

১৮। বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- থ্যালিস

১৯। মেডিসিনের জনক কে?
উত্তরঃ- হিপোক্রেটিস

২০। জ্যামিতির জনক কে?
উত্তরঃ-ইউক্লিড

২১। বীজ গণিতের জনক কে?
উত্তরঃ-আল -খাওয়ারেজমী

পিডিএফ ডাউনলোড করবার জন্য নিচে যান 
আরো পড়ুন :


  • এক কথায় প্রকাশ
  • আন্তর্জাতিক দিবস
  • কবি সাহিত্যিক ও তাদের  ছদ্মনাম

  • পিডিএফ ফাইল এ  সম্পুর্ণ প্রশ্ন পাবেন -উত্তর করে দেওয়া আছে 
  • পিডিএফ ফাইল টি কেমন লাগলো কমেন্ট বাক্স এ জানাবেন  . আপনাদের মতামত পেলে আমরা উতসাহিত হব 

    নিচে পিডিএফ ফাইল টি ডাউনলোড করুন 
  • PDF FILE DETAILS

    FILE NAME :কে কিসের জনক (www.gksolved.com )

    FILE SIZE:396 KB 
    DOWNLOAD click here 
  • এইরকম আরো Study Materials পাওয়ার জন্য আমাদের সাইট ভিজিট করুন 

No comments:

Post a Comment

Recommended for you