Thursday, September 13, 2018

বাংলা ব্যাকরণ পিডিএফ ফাইল // bengali grammer pdf file download


বাংলা ব্যাকরণ



হ্যালো বব্ধুরা কেমন আছ?
আপনি হইত TET EXAM এর জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছেন.তাহলে আপনি একদম ঠিক জায়গায় এসেছেন । আজ  আমরা আপনাদের  জন্য নিয়ে এসেছি বাংলা ব্যাকরণএর পিডিএফ ফাইল। পিডিএফ টি ডাউনলোড করে প্রাকটিস করুন . আর পরবর্তী  বাংলা ব্যাকরণ এর  question- answer QUESTION গুলি পাতে আমাদের WEBSITE এ প্রতিদিন ভিসিট করুন .

PDF এর কিছু নমুনা প্রশ্ন উত্তর সমূহ নিচে দেয়া হলো  : 


১. কোন বর্ণের উপরে রেখা দেওয়াকে কী বলে?
উত্তর : মাত্রা।

২. বর্ণমালায় ব্যবহৃত মাত্রাহীন বর্ণগুলোর মধ্যে কয়টি ব্যঞ্জনবর্ণ রয়েছে?
উত্তর : ছয়টি।

৩. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয়?
উত্তর : কার/ সংক্ষিপ্ত স্বর।

৪. কয়টি ব্যঞ্জনবর্ণ ফলা রূপে ব্যবহৃত হতে পারে?
উত্তর : ছয়টি।

৫. ঠোঁট ও নাকের ছিদ্রের সাহায্যে উচ্চারিত হয় কোন ধ্বনিটি?
উত্তর :

৬. অঘোষ ধ্বনির বর্ণরূপ কী?
উত্তর :

৭. বাংলা বর্ণমালার কোন বর্ণটি স্বতন্ত্রভাবে উচ্চারিত হয় না?
উত্তর :

৮. বাঙালি শিশুরা কোন বর্গের ধ্বনিগুলো আগে শেখে?
উত্তর : বর্গের।



৯. ঙ, , , , ,, ঁ ধ্বনিগুলো ইংরেজি করলে কোন বর্ণ লিখতে হয়?
উত্তর : ঘ.

১০. বাংলা ভাষায় কয়টি যৌগিক স্বরবর্ণ রয়েছে?
উত্তর : দুটি।

১১. আধুনিক বাংলায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কতটি?
উত্তর : ২৫টি।

১২. অক্ষর কাকে বলে?
উত্তর : কোন শব্দকে একবারই উচ্চারিত করাকে অক্ষর বলে।

১৩. বানান কাকে বলে?
উত্তর : ব্যঞ্জনবর্ণের সাথে স্বরবর্ণের যোগ করাকে বানান বলে।

১৪. কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই?
উত্তর :

১৫. ধ্বনি উচ্চারণের উৎস কোথায়?
উত্তর : ফুসফুস।



১৬. জিহ্বামূল থেকে উচ্চারিত ধ্বনিসমূহের নাম কী?
উত্তর : কণ্ঠ বা জিহ্বামূলীয় ধ্বনি।

১৭. হ্মযুক্তাক্ষরটি কোন কোন বর্ণ যোগে গঠিত?
উত্তর : হ্+ম ।

১৮. ঞ্জযুক্তাক্ষরটি কোন কোন বর্ণ যোগে গঠিত?
উত্তর : ঞ্+জ।

১৯. জ্ঞযুক্তাক্ষরটি কোন কোন বর্ণযোগে গঠিত?
উত্তর : জ্+ঞ

২০. এক অক্ষরবিশিষ্ট শব্দের উচ্চারণ সবসময় কী হয়?
উত্তর : দীর্ঘ।

পিডিএফ ডাউনলোড করবার জন্য নিচে যান 


আরো পড়ুন :





  • পরিবেশ বিষয় 790 প্রশ্ন -উত্তর সমূহ

  • পিডিএফ ফাইল এ  সম্পুর্ণ প্রশ্ন পাবেন -উত্তর করে দেওয়া আছে 

    পিডিএফ ফাইল টি কেমন লাগলো কমেন্ট বাক্স এ জানাবেন  . আপনাদের মতামত পেলে আমরা উতসাহিত হব 

    নিচে পিডিএফ ফাইল টি ডাউনলোড করুন 



    PDF FILE DETAILS




    FILE NAME:বাংলা ব্যাকরণ (www.gksolved.com )
    FILE SIZE :500 kb
    DOWNLOAD:  click here 

    এই রকম আরো STUDY MATERIAL পেতে প্রতিদিন আমাদের ওয়েবসাইট এ ভিসিট করুন 




    আমাদের পাসে থাকার জন্য ধন্যবাদ .



    No comments:

    Post a Comment

    Recommended for you