Tuesday, September 11, 2018

480+ child psychology question- answer //পেডাগগি সংক্রান্ত 480+ প্রশ্ন-উত্তর সমূহ // child psychology pdf file





হ্যালো বব্ধুরা কেমন আছ?
আপনি হইত TET EXAM এর জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছেন.তাহলে আপনি একদম ঠিক জায়গায় এসেছেন । আজ  আমরা আপনাদের  জন্য নিয়ে এসেছি 480 child psychology question- answerএর পিডিএফ ফাইল। পিডিএফ টি ডাউনলোড করে প্রাকটিস করুন . আর পরবর্তী  child psychology question- answer QUESTION গুলি পাতে আমাদের WEBSITE এ প্রতিদিন ভিসিট করুন .


PDF এর কিছু নমুনা প্রশ্ন উত্তর সমূহ নিচে দেয়া হলো  : 


১) .প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবর্তক কে ?

উত্তর> প্যাভলভ


২) .অপারেন্ট অনুবর্তন তত্ত্বের প্রবক্তা কে ?


উত্তর> স্কিনার 


৩) .প্রচেষ্টা ও ভুল তত্ত্বের প্রবক্তা কে ?


উত্তর> থর্নডাইক


৪) . পাজল বক্সের প্রবর্তক কে?


উত্তর> থর্নডাইক


৫) .থরডাইক এর মতে উদ্দীপক প্রতিক্রিয়ার বন্ধন ঘটে কার মধ্য দিয়ে?


উত্তর> শিরা


৬) .সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবর্তক কে?


উত্তর> স্কিনার


৭) . সংযোজনবাদ তত্ত্বের প্রবক্তা কে?

উত্তর> থর্নডাইক

৮) .প্রাক-প্রাথমিক শিক্ষাব্যবস্থার কথা প্রথম  বলেন –

উত্তর>  প্লেটো

৯) . ‘কামা দাই বামবিনী’ কথাটির অর্থ হলো-


উত্তর> শিশুদের জন্য গৃহ 

১০) .কিন্ডারগার্টেন এর প্রবর্তক হলেন –


উত্তর> ফ্রয়েবেল 

১১) .মন্তেসরি শিক্ষালয়ের প্রবর্তক হলেন-



উত্তর> মন্তেসরি 
১২) . নার্সারী শিক্ষালয়ের প্রবর্তক হলেন –


উত্তর> মার্গারেট ম্যাকমিলান ও র্যাযচেল ম্যাকমিলান 

১৩) .ডাইড্যাকটিক অপারেটাস ব্যবহৃত হয়-


উত্তর> মন্তেসরি বিদ্যালয়ে 

১৪) .মনোবিদ জোনস জীবন বিকাশের স্তর গুলিকে ভাগ করেছেন-


উত্তর> চারটি ভাগে 

১৫) .নিরাপত্তার চাহিদা একটি –


উত্তর> মানসিক চাহিদা

১৬) .ঘুমের চাহিদা একটি-



উত্তর> দৈহিক চাহিদা 

১৭) .সহযোগিতার চাহিদা একটি – 


উত্তর> সামাজিক চাহিদা 

১৮) . ‘ঝর ঝঞ্ঝার’ কাল হলো –


উত্তর> কৈশোর 

পিডিএফ ডাউনলোড করবার জন্য নিচে যান 


আরো পড়ুন :

পিডিএফ ফাইল এ  সম্পুর্ণ প্রশ্ন পাবেন -উত্তর করে দেওয়া আছে 

পিডিএফ ফাইল টি কেমন লাগলো কমেন্ট বাক্স এ জানাবেন  . আপনাদের মতামত পেলে আমরা উতসাহিত হব 

নিচে পিডিএফ ফাইল টি ডাউনলোড করুন 


PDF FILE DETAILS


FILE NAME:পেডাগগি সংক্রান্ত 480 প্রশ্নাবলি (www.gksolved.com)
FILE SIZE :8.19 MB 
DOWNLOAD: click here 
এই রকম আরো STUDY MATERIAL পেতে প্রতিদিন আমাদের ওয়েবসাইট এ ভিসিট করুন 

আমাদের পাসে থাকার জন্য ধন্যবাদ .

No comments:

Post a Comment

Recommended for you