Monday, August 13, 2018

child psychology question// শিশু শিক্ষা ও বিকাশের বিভি প্রশ্ন সমূহ //pdf file download //TET special







শিশু শিক্ষা ও বিকাশের বিভিন্ন প্রশ্ন সমূহ 







হ্যালো বব্ধুরা কেমন আছ?
 আজ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছিশিশু শিক্ষা ও বিকাশের বিভিন্ন প্রশ্ন সমূহ ।এটি  আপনাদের TET EXAM  এ সাহায্য করবে .।


PDF এর কিছু নমুনা  সমূহ নিচে দেয়া হলো ঃ







১) শিশু মনস্তত্ত্ব পড়লেই কি শিশুকে জানা যায় আপনার কি মত ?

উত্তর – সব টা জানা হয়তো যায়না। কিছুটা জানতে পারি।

২) অপচয় ও অনুন্নয় কি ?

উত্তর – শিক্ষার্থীরা তার পড়াশুনো শেষ না মাঝখানে পড়াশুনো ছেড়ে দেয় এটা অপচয়।

ও একজন শিক্ষার্থী একই ক্লাসে বার বার ফেল করে কিছু শিখতে পারে না এটা অনুন্নয়ন।

৩) শিশুদের শাস্তি কি উচিৎ ?  মত কি

উত্তর শারীরীক শাস্তি অনুচিত তবে একজন শিক্ষার্থী বার বার শিখিয়ে দেওয়া সত্বেও অনুচিত ব্যবহার করলে তাকে বকার অধিকার শিক্ষকের আছে অর্থাৎ মানসিক শাস্তির অধিকার।

৪) স্কিমা কী ?

উত্তর – স্কিমা হল কোনো মুহূর্তে অর্জিত তত্ত্বসমূহের একক সংগঠন।

৫) psychology  শব্দটি কোন দুটি শব্দের সমন্বয়ে গঠিত ?

উত্তর – psycho & logos

৬) কোনও শিক্ষার্থী দেরী করে এলে কী করবেন  ?

উত্তর –  দেরী করার কারণ জানতে চাইব।

৭) CCE পুরো কথাটি কি ?


continuous and comprehensive evaluation

৮) গেস্টাল্ট কথার অর্থ কি ?

উত্তর – অবয়ব(oboyob)

৯) ৩ r কি ?

উত্তর-   Reduce, Reuse and Recycle

১০) CCE er full from ki ?

উত্তর – Continuous comprehensive evaluation

১১) বাছাই উপাদান  তত্ত্ব কার ?

উত্তর – Thompson

১২) একক উপাদান তত্ত্ব কি ?

Stern -.

১৩) “দ্বি ” উপাদান তত্ত্ব  কি ?

উত্তর- Spearman

আরও পড়ুন :







১৪) বহু উপাদাব তত্ত্ব কার ?

উত্তর-   থ্রণডাইক

১৫) ব্যাকরণ শিক্ষাদানে কোন পদ্ধতি শ্রেষ্ঠ ?

উত্তর-   আরোহী পদ্ধতি

১৬) বুদ্ধির উপাদান তত্ত্বের জনক কে  ?

উত্তর-   স্পীয়ারম্যান

১৭) সমাজবাদের জনক কে ?

উত্তর-   অগস্ট কমেট

১৮)    আধুনিক মনোবিজ্ঞান  এর জনক কে ?

উত্তর- ফ্র‍্য়েড

১৯) মূল্যায়নে স্কোরিং /গ্রেডিং কোনটি শ্রেষ্ঠ ?

উত্তর – গ্রেডিং

২০) স্বাধীন ভারতে প্রথম শিক্ষা কমিশনের নাম কি ?

উত্তর- রাধাকৃষ্ণান কমিশন  ১৯৪৮



পিডিএফ ফাইল টি কেমন লাগলো কমেন্ট বাক্স এ জানাবেন  . আপনাদের মতামত পেলে আমরা উতসাহিত হব 


নিচে পিডিএফ ফাইল টি ডাউনলোড করুন 

PDF FILE DETAILS

FILE NAME:শিশু মনস্তত্ব এর উপর প্রশ্ন (www.gksolved.com)
FILE SIZE:367 kb
DOWNLOAD: click here

No comments:

Post a Comment

Recommended for you