Tuesday, March 31, 2020

Percentage Math in Bengali PDF- শতকরা অংক pdf

Percentage Math in Bengali PDF- শতকরা অংক pdf

প্রিয় বন্ধুগণ , আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি শতকরা সংক্রন্ত গণিত এর একটি Practice set /Percentage Math in Bengali PDF- শতকরা অংক pdf |যা আপনাদের পরীক্ষার প্রস্তুতি নিতে সাহায্য করবে তাই আর দেনি না করে নিচে থেকে PDF ফিলর download করুন আর প্রাকটিস করতে থাকুন |

PDF এর কিছু নমুনা :

1.কফির বাজার দাম 15% বৃদ্ধি পাওয়া একটি পরিব্বার কফির ব্যবহার15% কমিয়ে দেয়, ওই পরিবারে কফির জন্য বরাদ্দ কত?
[a] একই থাকবে
[b]1 %বৃদ্ধি
[c] 4% হ্রাস
[d] 2.25 % হ্রাস
2. চালের বাজার দাম 24% বৃদ্ধি পাওয়ায় , একটি পরিবার দ্রব্যটি এমনভাবে ব্যবহার করে যাতে মাসে খরচ পূর্বের তুলনায় 8% বৃদ্ধি পায় | যদি পরিবারটি পূর্বের মাসে 31 কিলোগ্রাম চাল ব্যবহার করত তবে বর্তমানে কত পরিমান চাল ব্যবহার করে থাকে ?
[a] 26 কেজি
[b] 25 কেজি
[c] 28 কেজি
[d] 27 কেজি
3.বাদাম তেলের বাজার দাম 30% বৃদ্ধি পাওয়ায় একটি পরবার বাদাম তেলের ব্যবহার 30% হ্রাস করে | ঔই পরিবারে বদন তেলের জন্য বরাদ্দ খরচ কত?
[a] একই থাকবে
[b] 9%বৃদ্ধি
[c] 6%বৃদ্ধি
[d] 9% হ্রাস
4. চিনির দাম ৪৪% বৃদ্ধি পাওয়ায়  , একটি পরিবার দ্রব্যটি এমনভাবে ব্যবহার করে যাতে মাসে খরচ পূর্বের তুলনায় 20% বৃদ্ধি পায় |যদি পরিবারটি পূর্বের মাসে 18 কিলোগ্রাম চিনি  ব্যবহার করত তবে বর্তমানে কত পরিমান চিনি ব্যবহার করে ?
[a] 14 কেজি
[b] 15 কেজি
[c] 16 কেজি
[d] 10 কেজি
5. গমের  বাজার দাম 40 % বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার  গমের  ব্যবহার 25% বৃদ্ধি করে | তবে নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত কত ?
[a] 9:20
[b]20:9
[c] 7:4
[d] 4:7
6. কফির বাজার দাম 10% বৃদ্ধি পাওয়ায়  একটি পরিবার কফির ব্যবহার 10% বৃদ্ধি করে তবে নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত কত ?
[a] 11:10
[b] 121 :100
[c] 111:100
[d] কোনটাই নয়


PDF FILE DETAILS :
FILE NAME ;শতকরা সংক্রন্ত গণিত
FILE LANGUAGE : Bengali
FILE PAGE :5
FILE SIZE :255 KB
FILE DOWNLOAD : CLICK HERE

নিচে আরো PDF ফাইল download করুন |


3 comments:

Recommended for you