Sunday, September 22, 2019

History GK Question-Answer in bengali pdf ||হতিহাস জেনারেল নলেজ প্রশ্ন উত্তর || For Railway , ssc, WBCS etc.

History GK Question-Answer in bengali pdf


পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে ? আসাকরি ভালই ... আপনাদের এই প্রস্তুরি আরো ভালো করবার জন্য আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি HISTORY ONELINER থেকে  PDF . তাই দেরী না করে পিডিএফ ফাইল টি ডাউনলোড করুন .

PDF এর কিছু নমুনা :


১) প্রশ্ন:- মৌর্যযুগে বিদেশে ভারতের প্রধান রপ্তানি দ্রব্য কী কী ছিল  ?
উত্তর:- মৌর্যযুগে বিদেশে ভারতের প্রধান রপ্তানি দ্রব্য ছিল (১) বিভিন্ন রকম মসলা এবং (২) মসলিন বস্ত্র ।
২) প্রশ্ন:- মৌর্যযুগে প্রধান অভ্যন্তরীণ জলপথ কী কী ছিল  ?
উত্তর:- গঙ্গা, যমুনা, গোদাবরী, ও সিন্ধুনদ ছিল মৌর্যযুগের প্রধান অভ্যন্তরীণ জলপথ ।
৩) প্রশ্ন:- মৌর্যযুগে স্থল নিয়ামক কাকে বলা হত ?
উত্তর:- স্থলপথে বণিকদের পথ দেখাবার জন্য এক শ্রেণীর সরকারি কর্মচারীকে মৌর্যযুগে স্থল নিয়ামক বলা হত 
৪) প্রশ্ন:- মৌর্যোত্তর যুগের কোন শিলালিপি থেকে তৎকালীন ভারতের বাণিজ্য-নিগম ও ব্যাঙ্কিং ব্যবস্থার কথা জানা যায় ?
উত্তর:- নাসিক গুহালিপি থেকে মৌর্যোত্তর যুগের তৎকালীন ভারতের বাণিজ্য-নিগম ও ব্যাঙ্কিং ব্যবস্থার কথা জানা যায় ।
৫) প্রশ্ন:- প্রাচীন ভারতের কোন যুগের সমাজব্যবস্থায় অস্পৃশ্যদের আবির্ভাব ঘটেছিল ?
উত্তর:- প্রাচীন ভারতের গুপ্তযুগের সমাজব্যবস্থায় অস্পৃশ্যদের আবির্ভাব ঘটেছিল ।
৬) প্রশ্ন:- মৌর্যযুগে হিন্দু ধর্ম গ্রহন করেছিল এমন অনার্য জাতিদের মনুসংহিতায় কি বলা হয়েছে ?
উত্তর:- মৌর্যযুগে হিন্দু ধর্ম গ্রহন করেছিল এমন অনার্য জাতিদের মনুসংহিতায় ব্রাত্য ক্ষত্রিয় বলা হয়েছে ।
৭) প্রশ্ন:- প্রাচীনকালে মধ্য এশিয়া থেকে ভারতে আসা শক,হুন,কুষাণ, প্রভৃতি জাতি কোন শ্রেণির মানুষ ছিল ?
উত্তর:- প্রাচীনকালে মধ্য এশিয়া থেকে ভারতে আসা শক,হুন,কুষাণ, প্রভৃতি জাতি ইউ-চি নামে যাযাবর শ্রেণির মানুষ ছিল 
৮) প্রশ্ন:- পরবর্তী বৈদিকযুগের পরে ভারতীয় সমাজে নারীর মর্যাদা কেমন ছিল ?
উত্তর:- পরবর্তী বৈদিকযুগের পর থেকে ভারতীয় সমাজে নারীর মর্যাদা ক্রমশ কমতে থাকে ।
৯) প্রশ্ন:- হিন্দু সমাজে বিধবা-বিবাহ, সতীদাহ প্রভৃতি কু-প্রথা কোন সময় থেকে চালু হয় ?
উত্তর:- হিন্দু সমাজে বিধবা-বিবাহ, সতীদাহ প্রভৃতি কু-প্রথা পরবর্তী বৈদিকযুগের পর থেকে চালু হয় ।
১০) প্রশ্ন:- মৌর্যযুগে ভারতে বস্ত্রশিল্পের প্রধান কেন্দ্রগুলি কী কী ছিল ?
উত্তর:- মৌর্যযুগে ভারতে বস্ত্রশিল্পের প্রধান কেন্দ্রগুলির নাম ছিল বঙ্গ, কাশী , কঙ্কোন, ও মহীশূর 

১১) প্রশ্ন:- গুপ্তযুগে ভারতবর্ষের বিভিন্ন শিল্পের মধ্যে কোন শিল্প সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ?
উত্তর:- গুপ্তযুগে ভারতবর্ষের বস্ত্রশিল্প সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ।
১২) প্রশ্ন:- অশ্বঘোষ কে ছিলেন ?
উত্তর:- অশ্বঘোষ ছিলেন কুষাণযুগের প্রখ্যাত নাট্যকার ।
১৩) প্রশ্ন:- কোন রাজবংশের আমলে গান্ধারশিল্পের বিকাশ ঘটেছিল  ?
উত্তর:- কুষাণ রাজবংশের আমলে গান্ধারশিল্পের বিকাশ ঘটেছিল ।
১৪) প্রশ্ন:- কোন যুগে প্রধানত অজন্তার গুহাচিত্র অঙ্কিত হয়েছিল  ?
উত্তর:- গুপ্তযুগে প্রধানত অজন্তার গুহাচিত্র অঙ্কিত হয়েছিল ।
১৫) প্রশ্ন:- বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন  ?
উত্তর:- ধর্মপাল বিক্রমশিলা মহাবিহার  প্রতিষ্ঠা করেন ।

সম্পূর্ণ PDF ফাইল পেতে নীচে CLICK করুন 


1000 ইতিহাস প্রশ্ন উত্তর
PDF সম্পূর্ণ প্রশ্ন পাবেন উত্তর করা আছে
 নীচে PDF ফাইল DOWNLOAD করুন



PDF FILE DETAILS : 
FILE NAME : HISTORY ONELINER 
FILE SIZE : 374 KB 
FILE FORMAT : PDF
DOWNLOAD  : CLICK HERE 


এই রকম আরো STUDY MATERIAL পেতে প্রতিদিন আমাদের ওয়েবসাইট এ ভিসিট করুন৷

1 comment:

Recommended for you