Thursday, June 20, 2019

geography question answer in bengali-- ভূগোল প্রশ্ন উত্তর




geography question answer in bengali


হ্যালো বব্ধুরা কেমন আছ?


আপনি হইত  RAIL  বা   competitive exam  এর জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছেন.তাহলে আপনি একদম ঠিক জায়গায় এসেছেন । আজ  আমরা আপনাদের  জন্য নিয়ে এসেছি   ভূগোল  পিডিএফ টি ডাউনলোড করে প্রাকটিস করুন . আর পরবর্তী   QUESTION গুলি পাতে আমাদের WEBSITE এ প্রতিদিন ভিসিট করুন.

PDF এর কিছু নমুনা প্রশ্ন উত্তর সমূহ নিচে দেয়া হলো  : 

২১. ইংরেজিতে একে কি বলে?
উত্তর : Meteor.
২২. হ্যালির ধূমকেতু কে আবিষ্কার করেন?
উত্তর : এডমন্ড হ্যালি।
২৩. কত বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায়?
উত্তর : ৭৬ বছর।
২৪. সর্বশেষ কবে দেখা গেল?
উত্তর : ১৯৮৬ সালে।
২৫. পরবর্তীতে কবে দেখা যাবে?
উত্তর : ২০৬২ সালে।
২৬. ধূমকেতুর ইংরেজি নাম কি?
উত্তর : Comet
২৭. কোন শব্দ থেকে ধূমকেতু শব্দটি এসেছে?
উত্তর : গ্রিক শব্দ komet থেকে।
২৮. Komet অর্থ কি?
উত্তর : এলোকেশী
২৯. গ্রহের নিজস্ব কি নেই?
উত্তর : আলো ও তাপ।
৩০. গ্রহ আলো ও তাপ পায় কার কাছ থেকে?
উত্তর : সূর্য থেকে।
৩১. সৌরজগতের কয়টি গ্রহ আছে?
উত্তর : ৮টি।
৩২. পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি?
উত্তর : চাঁদ।
৩৩. কোন কোন গ্রহের উপগ্রহ নেই?
উত্তর : বুধ ও শুক্র।
৩৪. কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সবচেয়ে বেশি? কয়টি?
উত্তর : শনি। ২২টি।
৩৫. সূর্য কোন বর্ণের?
উত্তর : হলুদ।
৩৬. সূর্যের ব্যাস কত?
উত্তর : ১৩ লাখ ৮৪ হাজার কি. মি.।
৩৭. সূর্যের ভর কত?
উত্তর : ১.৯৯×১০১৩ কিলোগ্রাম।
৩৮. সূর্যের কেন্দ্রভাগ ও পৃষ্ঠভাগের উত্তাপ কত?
উত্তর : ১৫০,০০০,০০০ ও ৬০০০ সেলসিয়াস।
৩৯. কোনটি সবচেয়ে বড় গ্রহ?
উত্তর : বৃহস্পতি।
৪০. সবচেয়ে ছোট গ্রহ কোনটি?
উত্তর : বুধ।
৪১. কোন গ্রহ সূর্যের সবচেয়ে নিকটে অবস্থিত?
উত্তর : বুধ।
পিডিএফ ডাউনলোড করবার জন্য নিচে যান 



আরো পড়ুন :

পিডিএফ ফাইল এ  সম্পুর্ণ প্রশ্ন পাবেন -উত্তর করে দেওয়া আছে

পিডিএফ ফাইল টি কেমন লাগলো কমেন্ট বাক্স এ জানাবেন  . আপনাদের মতামত পেলে আমরা উতসাহিত হব 


নিচে পিডিএফ ফাইল টি ডাউনলোড করুন 



PDF FILE DETAILS 
FILE NAME: ভূগোল প্রশ্ন উত্তর 
FILE SIZE :460 KB 
DOWNLOAD:  CLICK HERE 

আমাদের পাসে থাকার জন্য ধন্যবাদ .

এই রকম আরো STUDY MATERIAL পেতে প্রতিদিন আমাদের ওয়েবসাইট এ ভিসিট করুন

2 comments:

Recommended for you