Sunday, February 24, 2019

physics question - answer // পদার্থবিজ্ঞান প্রশ্ন -উত্তর // physics question -pdf download//লিভারের এর উধারণ ও প্রকারভেদ





হ্যালো বব্ধুরা কেমন আছ?
আপনি হইত COMPETITIVE EXAM   এর জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছেন.তাহলে আপনি একদম ঠিক জায়গায় এসেছেন । আজ  আমরা আপনাদের  জন্য নিয়ে এসেছি লিভারের এর উধারণ ও প্রকারভেদ   এর পিডিএফ ফাইল। পিডিএফ টি ডাউনলোড করে প্রাকটিস করুন . আর পরবর্তী পদার্থবিজ্ঞান question- answer QUESTION গুলি পাতে আমাদের WEBSITE এ প্রতিদিন ভিসিট করুন .

PDF এর কিছু নমুনা প্রশ্ন উত্তর সমূহ নিচে দেয়া হলো  : 
দৈনন্দিন জীবনে আমরা ছুরি, কাঁচি, সুপারিকাটা যাঁতি প্রভৃতি নানা রকম জিনিস ব্যবহার করে থাকি। ওইসব জিনিসের প্রত্যেকটিই এক একটি সরল যন্ত্র। এই সরল যন্ত্রগুলোকে বলে লিভার

লিভার সাধারণত তিন শ্রেণির হয় যথা- 
১)  প্রথম শ্রেণির লিভার, 
২)  দ্বিতীয় শ্রেণির লিভার এবং 
৩) তৃতীয় শ্রেণির লিভার।

১) ভার বিন্দু ও বল বিন্দুর মধ্যবর্তী স্থানে যদি ফালক্রামের অবস্থান হয়, তাহলে তাকে  প্রথম শ্রেণির লিভার বলে। কাঁচি এ ধরনের একটি লিভার।

২) দ্বিতীয় শ্রেণির লিভারে ভার বিন্দু থাকে ফালক্রাম ও বল বিন্দুর মধ্যে। ঠেলাগাড়ি ও সুপারিকাটা যাঁতি এ ধরনের লিভার।

৩) তৃতীয় শ্রেণির লিভারে বল বিন্দুর অবস্থান হয় ভার বিন্দু ও ফালক্রামের মধ্যে। লাঙ্গল, সাঁড়াশি বা চিমটা হলো এই শ্রেণির লিভার। সব শ্রেণির লিভারের ক্ষেত্রেই বল বাহুর দৈর্ঘ্য, ভার বাহুর দৈর্ঘ্য থেকে বেশি হয়। এর ফলে লিবারের যান্ত্রিক সুবিধা বর্ধিত হয়।




পিডিএফ ডাউনলোড করবার জন্য নিচে যান 

আরো পড়ুন :



পিডিএফ ফাইল এ  সম্পুর্ণ প্রশ্ন পাবেন -উত্তর করে দেওয়া আছে 


পিডিএফ ফাইল টি কেমন লাগলো কমেন্ট বাক্স এ জানাবেন  . আপনাদের মতামত পেলে আমরা উতসাহিত হব 

নিচে পিডিএফ ফাইল টি ডাউনলোড করুন 



FILE NAME:লিভারের এর উধারণ ও প্রকারভেদ(www.gksolved.com)
FILE SIZE :300KB 
DOWNLOAD: CLICK HERE 




এই রকম আরো STUDY MATERIAL পেতে প্রতিদিন আমাদের ওয়েবসাইট এ ভিসিট করুন 


আমাদের পাসে থাকার জন্য ধন্যবাদ .

No comments:

Post a Comment

Recommended for you